Aalote Chol Lyrics by Debayan Banerjee
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'রাজলক্ষ্মী ও শ্রীকান্ত' কাহিনীর উপর ভিত্তি করে আধুনিক প্রেক্ষাপটের ওয়েব সিরিজ "শ্রীকান্ত" যেখানে রাজলক্ষ্মী ও শ্রীকান্তর প্রেমকে দেওয়া হয়েছে আধুনিকীকরণের ছোঁয়া। সেই সিরিজেরই গান "আলোতে চল" গানটি গেয়েছেন দেবায়ন ব্যানার্জি। আলোতে চল গানের লিরিক্স লিখেছেন প্রলয় সরকার।
Aalote Chol Lyrics from Srikanto Hoichoi Web Series Song Is Sung by Debayan Banerjee. Song Lyrics Written by Pralay Sarkar And Music Composed by Anis Ahmed. Starring Rishav Basu, Sohini Sarkar, Angana Roy, Sukrit Saha And Others.
Aalote Chol Song Details
Song : Aalote Chol
Web Series Name : Srikanto
Singer : Debayan Banerjee
Composer : Anis Ahmed
Lyricist : Pralay Sarkar
Music production & Arrangement by: Anis Ahmed
Mixed and mastered by : Debayan Banerjee
Director : Sani Ghosh Ray
Label : SVF Music
Aalote Chol Lyrics In Bengali
পায়ে পায়ে বেগ, ভালোবাসা মেঘ
ছুঁয়ে দিক, ছুঁয়ে দিক,
আসমানে চল, তারাদের দল
ছুঁয়ে দিক, তোকে ছুঁয়ে দিক।
বাড়িঘর, ভারী জ্বর,
বালিঝড়ে বৈঠা ভাঙে,
দেখো উড়ে আসছে গাঙে, মৌমাছিপাল।
অল্প আঁচে গল্পগুলো,
এই হাওয়াতে পাখনা ছুঁলো, দামাল,
তবে নাকি বেসামাল।
আলোতে চল, আরও আলোতে চল
মেলে ধরি আয় সামিয়ানা,
এই মহাদেশ, হবে এইখানে শেষ
আমাদের নেই নেই, নেই সীমানা।।
রাত আসে নেমে, আমি তুমি,
ঠোঁটে রেখে ঠোঁট, চোখ বুজে রই,
এইবারে থেমে, আমি তুমি,
সুখেদের ভিড়ে, যন্ত্রনা হই।
আরও প্রেম, আরো প্রেম,
আলো কমে যাচ্ছে মানে,
জোনাকিরা রাস্তা জানে, মনপাহাড়ে।
উল্টোস্রোতে পাখনাবাজি,
তুই পোড়ালে পুড়তে রাজি, বারে
আর কত বাহারে।
আলোতে চল, আরও আলোতে চল
মেলে ধরি আয় সামিয়ানা,
এই মহাদেশ, হবে এইখানে শেষ
আমাদের নেই নেই, নেই সীমানা।।
আলোতে চল লিরিক্স

Tags:
Bangla Songs Lyrics