Kanna Lyrics from Kishmish
Kanna Lyrics From Kishmish Bengali Movie Song Is Sung by Papon. Music Arranged by Soumyadeep Subhadeep. Ami Toke Tor Moton Kore Chinte Parini, Kanna Lyrics Written by Nilayan Chatterjee.
Kishmish Bengali Movie Cast : Dev, Rukmini Maitra, Kharaj Mukherjee, Anjana Basu June Malia, Kamaleshwar Mukherjee And Others.
Song : Kanna
Film Name : Kishmish
Singer : Papon
Music & Lyrics : Nilayan Chatterjee
Music Arrangement : Soumyadeep Subhadeep
Director : Rahool Mukherjee
DOP : Modhura Palit
Produced By : Dev Entertainment Ventures Pvt. Ltd
Kanna Lyrics In Bengali
আমি তোকে
তোর মতন করে চিনতে পারিনি,
তোকে নিয়ে
স্বপ্ন বেসামাল আঁকতে পারিনি।
বোঝা গুলো আজ ভালো লাগে যেন
ফাঁকা আকাশে তারা ঝলোমলো,
থামনা ওরে, কান্না ওরে কান্না
বুঝিনি নাকি পারিনি বোঝাতে
পেয়েছি তোকে নিজেকে খোঁজাতে,
ঘুম নেই, আজ ঘুম নেই, আজ ঘুম নেই
আমি তোকে
তোর মতন করে চিনতে পারিনি,
তোকে নিয়ে
স্বপ্ন বেসামাল আঁকতে পারিনি।
বায়না করি যত
বেড়েই চলে ক্ষত,
ঘুমহীন দু'চোখে
স্বপ্ন অবিরত।
দূরে চলে যদি যাস
জানাস না বিদায়,
তোকে হারানোর ভয়
জানান দেয় শিরায়,
ও তুই জানাস না বিদায়।
আমি তোকে
তোর মতন করে চিনতে পারিনি,
তোকে নিয়ে
স্বপ্ন বেসামাল আঁকতে পারিনি।
বোঝা গুলো আজ ভালো লাগে যেন
ফাঁকা আকাশে তারা ঝলোমলো,
থামনা ওরে, কান্না ওরে কান্না
বুঝিনি নাকি পারিনি বোঝাতে
পেয়েছি তোকে নিজেকে খোঁজাতে,
ঘুম নেই, আজ ঘুম নেই, আজ ঘুম নেই
আমি তোকে
তোর মতন করে চিনতে পারিনি,
তোকে নিয়ে
স্বপ্ন বেসামাল আঁকতে পারিনি,
আমি তোকে ..
কান্না লিরিক্স - পাপন - কিশমিশ

Tags:
Bangla Songs Lyrics