Keu Jaane Naa Lyrics by Arijit Singh
জিৎ ও লহমা ভট্টাচার্য্য অভিনীত রাবণ বাংলা সিনেমার গান কেউ জানে না গানটি গেয়েছেন অরিজিৎ সিং। গানটির সুর দিয়েছেন স্যাভি ও গানটির লিরিক্স লিখেছেন প্রসেন।
Keu Jaane Naa Song Is Sung by Arijit Singh from Raavan Bengali Movie Directed by M N Raj. Music Composed by Savvy. Keu Jaane Naa Lyrics Written by Prosen.
Raavan Bengali Movie Cast: Jeet, Lahoma Bhattacharya, Tanusree Chakraborty And Others.
Song: Keu Jaane Naa
Movie: Raavan
Singer: Arijit Singh
Lyrics: Prosen
Music: Savvy
Programmed and Arrangement: Abhijit Nalani
Mixed and Mastered by: Subhadeep Mitra
Direction by: M N Raj
Dop: Manas Ganguly
Screenplay & Dialogue: Arnab & Anubhab
Produced by: Jeet, Gopal Madnani & Amit Jumrani
Label: Grassroot Entertainment
Keu Jaane Naa Lyrics In Bengali
পাগল হয়ে আছি, তোরই কারণ
সাথে করে এনেছি, নে এই মন,
তোর হাসির ছল, তোর চুলের দল
আমাকে কেড়ে নেয়।
তোর চোখের ঝিল, জানি
পেরোনো মুশকিল, মানি
তাও পারিনা যে এগিয়ে গিয়েছে
আমারই দুটো পা।
তোকে একার দেখার লুকিয়ে কি মজা
সে তো আমি ছাড়া কেউ জানে না,
তোকে চাওয়ার পাওয়ার নয় রে সোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না।।
সত্যি করে বল, তোর কি মনে হয়
মনের কোলাহল কেউ কারো নয়,
ব্যস্ত আছে খুব বুকের চলাচল
মায়াবী লাগে সব রুপোলি এ সময়।
তোর চোখের ঝিল, জানি
পেরোনো মুশকিল, মানি
তাও পারিনা যে এগিয়ে গিয়েছে
আমারই দুটো পা।
তোকে একার দেখার লুকিয়ে কি মজা
সে তো আমি ছাড়া কেউ জানে না,
তোকে চাওয়ার পাওয়ার নয় রে সোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না।।
একলা ছিল মন ধূসর এতো দিন
এক ঝলকে তোর হয়েছে কি রঙ্গীন,
শুনতে পেলে যেই নূপুর বাজে তোর
বেঁচে থাকাই দায়, মোর যাওয়া কঠিন।
তোর চোখের ঝিল, জানি
পেরোনো মুশকিল, মানি
তাও পারিনা যে এগিয়ে গিয়েছে
আমারই দুটো পা।
তোকে একার দেখার লুকিয়ে কি মজা
সে তো আমি ছাড়া কেউ জানে না,
তোকে চাওয়ার পাওয়ার নয় রে সোজা
সে তো আমি ছাড়া কেউ জানে না।।
কেউ জানে না লিরিক্স - অরিজিৎ সিং

Tags:
Bangla Songs Lyrics