Abar Hariye Jai Lyrics by Minar Rahman
Abar Hariye Jai Lyrics by Minar Rahman Bengali Song. Music Arranged by Sajid Sarker. Abar Hariye Jai Song Lyrics Written by Minar Rahman. Starring Poushalee Athoy And Shashwta Datta.
আবার হারিয়ে যাই গানটি গেয়েছেন, গানটির লিরিক্স লিখেছেন এবং গানের সুর দিয়েছেন মিনার রহমান।
Abar Hariye Jai Song Details
Song Name : Abar Hariye Jai
Vocal And Lyrics : Minar Rahman
Music Arrangement : Sajid Sarker
Tune & Composition : Minar Rahman
Directed by : Taneem Rahman Angshu
Art Director : MD Ali
Cinematographer : Vasker Joni
Edit & Color : Shams Saki
C.G & V.F.X : Jakir Sumon
Presented by : SMC Plus
Producer : Asif Iqbal
Production : Gaanchill Music
Abar Hariye Jai Lyrics In Bengali
কতদিন পর আমি তোমাকে
আবার দেখবো,
আবার ছুঁয়ে যাবো,
কত রাত শেষে, কত ভোর আসে
তোমার স্মৃতি গুলো
আমার স্বপ্নে হাসে ..
তাই আমি তোমারই কাছে
আবার ফিরে যাই,
তাই আমি তোমারই পাশে
আবার উড়তে চাই,
তাই আমি তোমারই সাথে
আবার হাসতে চাই,
তাই আমি তোমারই মাঝে
আবার হারিয়ে যাই,
আবার হারিয়ে যাই।
লা লা লা, লালা লা..
আবার হারিয়ে যাই।
আমাকে তুমি ভাসিয়ে দাও
না বলা সব জানিয়ে দাও,
কোথায় আছো? কেমন আছো?
কতটা পথ পাড়ি দিলে বলো
তোমারই হাতে আমার এ হাত রেখে
দূরে হারাবো।
কত গল্প লিখি, রঙ্গীন ছবি আঁকি
তোমার দু'চোখে, মায়ার তুলিতে,
কত ভঙ্গুর পথ, কত গন্তব্য
আজ শিমানাহীন সব ঠিকানাহীন।
তাই আমি তোমারই কাছে
আবার ফিরে যাই,
তাই আমি তোমারই পাশে
আবার উড়তে চাই,
তাই আমি তোমারই সাথে
আবার হাসতে চাই,
তাই আমি তোমারই মাঝে
আবার হারিয়ে যাই,
আবার হারিয়ে যাই
আবার হারিয়ে যাই।
Abar Hariye Jai Lyrics - Minar Rahman

Tags:
Bangla Songs Lyrics