Anek Din Por Lyrics by Kabir Suman
Anek Din Por Lyrics by Kabir Suman And Anjan Dutt. Anekdin Por Song Lyrics Written by Kabir Suman. Onekdin Por Female Cover Version Song Is Sung by The Rehman Duo.
অনেক দিন পর গানটি গেয়েছেন কবীর সুমন ও অঞ্জন দত্ত। অনেক দিন পর আবার চেনা মুখ গানের লিরিক্স লিখেছেন কবীর সুমন।
Anek Din Por Song Details:
Song Name : Anek Din Por
Lyrics : Kabir Suman
Singers : Kabir Suman And Anjan Dutta
Album Name : Anakdin Por
Anek Din Por Lyrics In Bengali
অনেক দিন পর আবার চেনা মুখ
বন্ধু কী খবর, মুহূর্ত বলুক,
অনেকদিন পর আবার চেনা মুখ
বন্ধু কী খবর, মুহূর্ত বলুক।
মুহূর্তের টান, মুহূর্তে শরৎ
নতুন এই গান, মুসাফিরের পথ,
মুহূর্তের টান, মুহূর্তে শরৎ
নতুন এই গান, মুসাফিরের পথ।
শরৎ আসে যায়, মেঘের ফাঁকে নীল
এই শহরটায় অতিথি গাঙচিল,
শরৎ আসে যায়, মেঘের ফাঁকে নীল
এই শহরটায় অতিথি গাঙচিল।
অতিথি ভালোবাসা হাওয়ায় তোলে সুর
আবার ফিরে আসা, আবার ভরপুর,
অতিথি ভালোবাসা হাওয়ায় তোলে সুর
আবার ফিরে আসা, আবার ভরপুর।
কেমন আছো বলো, বন্ধু কী খবর?
আবার গাই চলো, অনেক দিন পর
কেমন আছো বলো, বন্ধু, কী খবর?
আবার গাই চলো, অনেক দিন পর।
Anek Din Por Lyrics - Kabir Suman

Tags:
Bangla Songs Lyrics