Boba Kosto Lyrics by Samz Vai
Boba Kosto Lyrics by Samz Vai. Music Composed by Amit Kar. Boba Kosto Song Lyrics Written by Proshenjit Mondal. Starring Sufal And Anika. This Video Song Directed by Soumitra Ghose Emon.
বোবা কষ্ট গানটি গেয়েছেন সেমজ ভাই ও গানটির সুর দিয়েছেন অমিত কর। বোবা কষ্ট গানের লিরিক্স লিখেছেন প্রসেনজিৎ মন্ডল।
Boba Kosto Song Details
Song : Boba Kosto
Singer : Samz Vai
Lyrics : Proshenjit Mondal
Tune & Music : Amit Kar
Director : Soumitra Ghose Emon
Label : Agniveena
Boba Kosto Lyrics In Bengali
বেদনার নদীতে জল থাকে
তল থাকে না,
দুচোখের শ্রাবনে ঢল নামে
মেঘ ডাকে না।
আমার চোখের হ্রদে আছে শুধু জল
বোবা কষ্ট ঝরায় চোখে অশ্রু অবিরল,
আমার চোখের হ্রদে আছে শুধু জল
বোবা কষ্ট ঝরায় চোখে অশ্রু অবিরল।
বেদনার নদীতে জল থাকে
তল থাকে না,
দুচোখের শ্রাবনে ঢল নামে
মেঘ ডাকে না।।
কষ্টের নীলে ছাওয়া হৃদয়ের আকাশ
শিরা থেকে ধমনীতে যন্ত্রণার আবাস,
কষ্টের নীলে ছাওয়া হৃদয়ের আকাশ
শিরা থেকে ধমনীতে যন্ত্রণার আবাস,
মনের মানুষ করে গেছে মিথ্যে প্রেমের ছল
বোবা কষ্ট ঝরায় চোখে অশ্রু অবিরল,
মনের মানুষ করে গেছে মিথ্যে প্রেমের ছল
বোবা কষ্ট ঝরায় চোখে অশ্রু অবিরল।
বেদনার নদীতে জল থাকে
তল থাকে না,
দুচোখের শ্রাবনে ঢল নামে
মেঘ ডাকে না।।
দুচোখে বিদ্রোহী পদ্মা, অন্তরে সাগর
ভালোবাসার মানুষ আমার
ভেঙেছে অন্তর,
দুচোখে বিদ্রোহী পদ্মা, অন্তরে সাগর
ভালোবাসার মানুষ আমার
ভেঙেছে অন্তর,
ছলনার দাগ ছুঁয়ে গেছে হৃদয়ের অতল
বোবা কষ্ট ঝরায় চোখে অশ্রু অবিরল,
ছলনার দাগ ছুঁয়ে গেছে হৃদয়ের অতল
বোবা কষ্ট ঝরায় চোখে অশ্রু অবিরল।
বেদনার নদীতে জল থাকে
তল থাকে না,
দুচোখের শ্রাবনে ঢল নামে
মেঘ ডাকে না।।
Boba Kosto Lyrics - Samz Vai

Tags:
Bangla Songs Lyrics