Bondhu Tumi Kon Dure Lyrics by Samz Vai
Bondhu Tumi Kon Dure Lyrics by Samz Vai Bengali Song. Music Composed by Ankur Mahamud. Bondhu Tumi Kon Dure Song Lyrics Written by Dewan Lalan Ahmed Bappy. Starring Nobin Ahmed And Subha.Bondhu Tumi Kon Dure Song DetailsSong Name : Bondhu Tumi Kon DureSinger : Samz VaiLyrics : Dewan Lalan Ahmed BappyTune : Samz VaiMusic : Ankur MahamudStory & Directed by : Eagle TeamDoP : Johir RayhanEdit & Color : BappiLabel: Eagle MusicBondhu Tumi Kon Dure Lyrics In Bengali
কি জাদু করেছো তুমি আমারেমন জুড়ায়না না দেখিলে তোমারে,আশায় থাকি বন্ধু তুমি কোন দূরেখুঁজে বেড়াই তোমায় মনের বন্দরে।নদীর পানিতে ডুইবা থাকিবন্ধুরে পরাণ দিয়া ডাকি,যাও নদী আমার ছোঁয়া পানিদিয়ো বন্ধুর অন্তরে।খুঁজে বেড়াই তোমায় মনের বন্দরেও বন্ধুরে, খুঁজে বেড়াই তোমায় মনের বন্দরে।।বন্ধু বিনে বর্ষা ছাড়াইভাসি কষ্টের বানে,পরাণ ছোঁয়া বাতাস দিলামছুঁয়ো বন্ধুর পরাণে।বুকের বেদন এমন বুকে পাইতাম ওরেবুকের বেদন এমন বুকে পাইতাম ওরে,খুঁজে বেড়াই তোমায় মনের বন্দরেও বন্ধুরে, খুঁজে বেড়াই তোমায় মনের বন্দরে।।বন্ধু আমার সুখের ভাবনা, বুকের শান্তিএক নজর দেখলে ফুরায় সব ক্লান্তি,বন্ধু আমার একফালি চাঁদ ভাঙ্গা কুঁড়েঘরেবন্ধু আমার একফালি চাঁদ ভাঙ্গা কুঁড়েঘরে,খুঁজে বেড়াই তোমায় মনের বন্দরেও বন্ধুরে, খুঁজে বেড়াই তোমায় মনের বন্দরে।কি জাদু করেছো তুমি আমারেমন জুরায়না না দেখিলে তোমারে,আশায় থাকি বন্ধু তুমি কোন দূরেখুঁজে বেড়াই তোমায় মনের বন্দরে।কি জাদু করেছো তুমি আমারেমন জুড়ায়না না দেখিলে তোমারে,আশায় থাকি বন্ধু তুমি কোন দূরেখুঁজে বেড়াই তোমায় মনের বন্দরে।নদীর পানিতে ডুইবা থাকিবন্ধুরে পরাণ দিয়া ডাকি,যাও নদী আমার ছোঁয়া পানিদিয়ো বন্ধুর অন্তরে।খুঁজে বেড়াই তোমায় মনের বন্দরেও বন্ধুরে, খুঁজে বেড়াই তোমায় মনের বন্দরে,খুঁজে বেড়াই তোমায় মনের বন্দরে।।Bondhu Tumi Kon Dure Lyrics - Samz Vai
Tags:
Bangla Songs Lyrics