Mon Madhupur Lyrics by Namrata Bhattacharya
Mon Madhupur Lyrics by Namrata Bhattacharya Bengali Song. Music Composed by Ratnadeep Das. Mon Madhupur Song Lyrics Written by Saikat Kundu. Music Arranged by Abhisek Chakraborty.
মনমধুপুর গানটি গেয়েছেন নম্রতা ভট্টাচার্য্য। গানটির সুর দিয়েছেন রত্নদীপ দাস। তুমি কি কখনও মনমধুপুর গেছো গানের লিরিক্স লিখেছেন সৈকত কুন্ডু।
Mon Madhupur Song Details:
Song Name : MonMadhupur
Singer : Namrata Bhattacharya
Lyrics : Saikat Kundu
Composition : Ratnadeep Das
Arrangements : Abhisek Chakraborty
Recordist : Goutam Debnath
Videography : Studio WooLala
Video Editing : Sree Uttam.
Digital Marketing : Rony Bhattacharya
Mon Madhupur Lyrics In Bengali
তুমি কি কখনও মনমধুপুর গেছো?
সেখানে তোমায় প্রথম দেখেছিলাম,
তুমি কি কখনও মনমধুপুর গেছো?
সেখানে তোমায় প্রথম দেখেছিলাম,
নীল নদী ছিলো অঙ্কশায়িনী, আমি
অঞ্জলি শুধু ওষ্ঠে তুলে ছিলাম,
তুমি কি কখনও মনমধুপুর গেছো?
সেখানে তোমায় প্রথম দেখেছিলাম।
মেঠোপথ গেছে পায়ে পায়ে দূরে বেঁকে
ছায়া নিয়ে শুয়ে বিকেলের রোদ্দুর,
যেন আকাশের শূন্যতা বুকে মেখে
ফড়িং এর ডানা আঙ্গুলে ছুঁয়েছিলাম,
তুমি কি কখনও মনমধুপুর গেছো?
সেখানে তোমায় প্রথম দেখেছিলাম।
হাওয়া দেয় আর দুলে দুলে ওঠে ঘাস
মাথাময় চাঁদ একবার বাড়ে কমে,
লকলক করে শতইচ্ছের জল
ঘুঘু ডাকে আর ঘুঘু ডাক যায় থেমে,
থেমে গেছে সব, থেমে গেছে তবু কেন
ডেকে যাও তাকে, ডেকে যাও, বলো মন,
আমি তো নিজেও যাইনি সেখানে, যেন
কারও যেতে নেই, শুধু এই ভেবেছিলাম,
তুমি কি কখনও মনমধুপুর গেছো?
সেখানে তোমায় প্রথম দেখেছিলাম।
Mon Madhupur Lyrics - Namrata Bhattacharya

Tags:
Bangla Songs Lyrics