Se Ki Elo Lyrics by Hemanta Mukherjee
Se Ki Elo Lyrics Rabindrasangeet Sung by Hemanta Mukherjee. Prangane Mor Shirish Shakhay Se Ki Elo Song Lyrics Written by Rabindranath Tagore. Cover Version Song Is Sung by Hritashray Ghosh.
সে কি এলো রবীন্দ্রসংগীতটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়। প্রাঙ্গণে মোর শিরীষ শাখায় সে কি এলো গানের লিরিক্স লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
Se Ki Elo Song Details:
Song Name : Se Ki Elo
Lyrics : Rabindranath Tagore
Raag : Bhairavi
Taal : Dadra
Singer : Hemanta Mukhopadhyay
Cover by : Hritashray Ghosh
Se Ki Elo Lyrics In Bengali
প্রাঙ্গণে মোর শিরীষ শাখায়
ফাগুন মাসে কী উচ্ছ্বাসে,
ক্লান্তিবিহীন ফুল ফোটানোর খেলা
ক্ষান্তকূজন শান্তবিজন সন্ধ্যাবেলা,
ক্লান্তিবিহীন ..
ক্লান্তিবিহীন ফুল ফোটানোর খেলা
ক্ষান্তকূজন শান্তবিজন সন্ধ্যাবেলা,
প্রত্যহ সেই ফুল্ল শিরীষ
প্রশ্ন শুধায় আমায় দেখি,
এসেছে কি, এসেছে কি ?
আর বছরেই এমনি দিনেই
ফাগুন মাসে কী উচ্ছ্বাসে,
নাচের মাতন লাগল শিরীষ ডালে
স্বর্গপুরের কোন্ নূপুরের তালে।
প্রত্যহ সেই চঞ্চল প্রাণ শুধিয়েছিল
শুনাও দেখি,
আসে নি কি, আসে নি কি।
আবার কখন এমনি দিনেই
ফাগুন মাসে কী আশ্বাসে,
ডাল গুলি তার রইবে শ্রবণ পেতে
অলখ জনের চরণ-শব্দে মেতে,
ডাল গুলি তার..
ডাল গুলি তার রইবে শ্রবণ পেতে
অলখ জনের চরণ-শব্দে মেতে।
প্রত্যহ তার মর্মরস্বর
বলবে আমায় কী বিশ্বাসে,
সে কি আসে, সে কি আসে।
প্রশ্ন জানাই পুষ্পবিভোর
ফাগুন মাসে কী আশ্বাসে,
হায় গো, আমার ভাগ্য রাতের তারা
নিমেষ-গণন হয় নি কি মোর সারা।
প্রত্যহ বয় প্রাঙ্গণময়
বনের বাতাস এলোমেলো,
সে কি এল, সে কি এল
সে কি এলো, সে কি এলো ..
Se Ki Elo Lyrics - Hemanta Mukherjee

Tags:
Bangla Songs Lyrics