Kolpona Lyrics | কল্পনা লিরিক্স - Shamiul Shezan

Kolpona Lyrics by Shamiul Shezan

Kolpona Lyrics Written by And Sung by Shamiul Shezan. This Video Song Directed by Sheikh Yaqub. Music Composed by Shamiul Shezan.


Song : Kolpona
Vocal, Muisc And Lyrics : Shamiul Shezan
Tune : Shamiul Shezan
Mix and mastered by : Shamiul Shezan
Directed By : Sheikh Yaqub
Relaise Date : 20 January 2023

Kolpona Music Video


Kolpona Lyrics In Bengali :
ওই পথেতে যেওনা
একটু আকটু কল্পনা,
তোমায় নিয়ে আল্পনা আমি আঁকবো।
রূপ দেখে আর গলবো না
আমায় নিয়ে ভেবনা,
আমি নিজের চিন্তা
নিজেই একা করবো।


কত কবি বলে গেছে
সময়ের মূল্য আছে,
দিনের পরে রাত আসে
প্রকৃতির স্বভাবে।


স্বভাব বড় দুষ্টু জিনিস
নেশা কেটে গেলে ফিনিস,
অল্প দামে পাওয়া বড় কঠিন।


জীবন যুদ্ধে নয়
তবে দিনে কেন ভয়?
আমি রাতের তারা
তোমার জন্য গুনি।


অস্পষ্ট দিনগুলো
কেন ভাসমান রইলো,
আমি মাঝে মাঝে
একা বসে ভাবি।


ও... ও... ও...


তোমার ছোঁয়ায় মন হারাতো
অল্প করে দিন ফোরাতো,
অতীত কেন আজকে মনে পড়ে।
ভবিষ্যতের মরীচিকায়
রাখবনা আর কোন ভয়,
দিন গুলো কেটেই গেলে চলে।


তোমার নাও দরিয়ায় ....
তোমার নাও দরিয়ায়
ভাসিয়ে দেবো আমি।


জীবন যুদ্ধে নয়
তবে দিনে কেন ভয়?
আমি রাতের তারা
তোমার জন্য গুনি।


অস্পষ্ট দিনগুলো
কেন ভাসমান রইলো,
আমি মাঝে মাঝে
একা বসে ভাবি।


ও... ও... ও...

Kolpona Lyrics In English

Kolpona Lyrics | কল্পনা  লিরিক্স - Shamiul Shezan

Previous Post Next Post