Amar Temon Gaan Chhilo Na Lyrics by Timir Biswas
Amar Temon Gaan Chhilo Na Song Is Sung by Timir Biswas from Khonijo Prem Bengali Album. Music Composed by Aniruddha Rick Dutta And Song Lyrics In Bengali Written by Sumit Bandopadhyay.
Song: Amar Temon Gaan Chilo Na
Album: Khonijo Prem
Singer: Timir Biswas
Lyrics: Sumit Bandopadhyay
Music: Aniruddha Rick Dutta
Mix & Master: Shamik Guha Roy
Cinematography: Sunny Karmakar
Concept & Direction: Timir Biswas
Associate Director: Bikramjit Sinha
Production: Modhurima Dutta & Bikramjit Sinha
Amar Temon Gaan Chhilo Na Song Lyrics In Bengali
আমার তেমন গান ছিল না
গানের ভেতর জল ছিল না,
জলের ভেতর বর্ষা রঙের ছাতা
জলের ভেতর বর্ষা রঙের ছাতা।
পাঁচিল ভাঙা রোদ ছিল না
রোদের সাতটি রঙ ছিল না,
ছিল শুধু একটা সাদা খাতা
ছিল শুধু একটা সাদা খাতা।
পথ বলতে সাঁকোই ছিল
পায়ের তলায় বন্যা ছিল,
পথ বলতে সাঁকোই ছিল
পায়ের তলায় বন্যা ছিল,
কথার শেষে একটা চৌমাথা
কথার শেষে একটা চৌমাথা।
তোমায় দেবো ইচ্ছে ছিল
অতল অতল ইচ্ছে ছিল,
ভিড়ের মাঝে গাছের বিষাদ গাঁথা
ভিড়ের মাঝে গাছের বিষাদ গাঁথা।
পথ বলতে সাঁকোই ছিল
পায়ের তলায় বন্যা ছিল,
পথ বলতে সাঁকোই ছিল
পায়ের তলায় বন্যা ছিল,
কথার শেষে একটা চৌমাথা
কথার শেষে একটা চৌমাথা।
আমার তেমন গান ছিল না
গানের ভেতর জল ছিল না,
জলের ভেতর বর্ষা রঙের ছাতা
জলের ভেতর বর্ষা রঙের ছাতা।
পাঁচিল ভাঙা রোদ ছিল না
রোদের সাতটি রঙ ছিল না,
ছিল শুধু একটা সাদা খাতা
ছিল শুধু একটা সাদা খাতা।
আমার তেমন গান ছিল না লিরিক্স – তিমির বিশ্বাস
Get free Name-meaning info from Experts