Amar Tobu Akash Thake Baki Lyrics by Mahtim Shakib
Amar Tobu Akash Thake Baki Song Is Sung by Mahtim Shakib. Music Composed by Linkon And Sohag. Song Lyrics In Bengali Written by Tanim Jaber. Mix And Master by Sohag Chakraborty.
Song : Amar Tobu Akash Thake Baki
Singer : Mahtim Shakib
Lyrics : Tanim Jaber
Tune : Mahtim Shakib Rahman
Composition : Linkon And Sohag
Direction : Mir Shariful Karim Srabon
DOP : Saqeeb Niloy Parbot Raihan
Edit n’ Colour : Mahedi Hasan Prince
Venue : Mondira shooting Set
Amar Tobu Akash Thake Baki Song Lyrics In Bengali
আমার তবু আকাশ থাকে বাকি
আমার তবু হয়না তারা গোনা,
তোমার যত কান্না ছিল মেখে, আমার
ছিল এক সাগর সম নোনা।
ফাঁকি আকাশের ফাঁকি জীবন
ইচ্ছে করে তোমায় ছুঁয়ে দেখি,
গল্পে পাখির হয়না মরণ
বাকির খাতা শূণ্য ফাঁকি।
আ আ…
তোমার ছিল ভাত শালিকের গল্প
আমার ছিল ছোট্ট পোষা ময়না,
আমার তবু রাত্রি বাকি অল্প
তোমার তবু একটু সময় হয়না।
তোমার ছিলো ভাত শালিকের গল্প
আমার ছিলো ছোট্ট পোষা ময়না,
আমার থাকে রাত্রি বাকি অল্প
তোমার যে হায় একটু সময় হয়না।
ফাঁকি আকাশের ফাঁকি জীবন
ইচ্ছে করে তোমায় ছুঁয়ে দেখি,
গল্পে পাখির হয়না মরণ
বাকির খাতা শূণ্য ফাঁকি।
আমার তবু আকাশ থাকে বাকি লিরিক্স – মাহতিম শাকিব
- Get free Medical tips from Health experts