Barir Kache Arshi Nagar Lyrics | Folk Song - Song, WebSeries & Movies

Barir Kache Arshi Nagar Lyrics | Folk Song

Barir Kache Arshi Nagar Lyrics Folk Song

Barir Kache Arshi Nagar Folk Song Is Sung by Sahana Bajpaie. Ami Ek Dino Na Dekhilam Tare Lyrics In Bengali Written by Fakir Lalon Shah. This Lalon Geeti Song Is Sung by Bangladeshi Folk Singer Farida Parveen. Same Song Is Sung by Warfaze Band, Saikat Bandhopadhaya And Many Various Artists In Their Own Way.

Song : Barir Kache Arshi Nagar
Lyricist : Fakir Lalon Shah
Singer : Sahana Bajpaie
Arranged by : Samantak Sinha

Barir Kache Arshi Nagar Song Lyrics In Bengali

আমি একদিনও না দেখিলাম
তারে।

বাড়ির কাছে আরশী নগর
সেথা পড়শী বসত করে,
একঘর পড়শী বসত করে
আমি একদিনও না দেখিলাম
তারে।।

গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী, পারে,
গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী, পারে,
বাঞ্ছা করি দেখব তারে,
বাঞ্ছা করি দেখব তারে
কেমনে সেথা যাই রে, আমি
কেমনে সেথা যাই রে, আমি
একদিনও না দেখিলাম তারে।

বাড়ির কাছে আরশী নগর
সেথা পড়শী বসত করে,
একঘর পড়শী বসত করে
আমি একদিনও না দেখিলাম
তারে।।

কি বলবো পড়শীর কথা
হস্ত পদ স্কন্ধ মাথা, নাই রে,
কি বলবো পড়শীর কথা
হস্ত পদ স্কন্ধ মাথা, নাই রে,
ক্ষণেক থাকে শূণ্যের উপর,
ক্ষণেক থাকে শূণ্যের উপর
ক্ষণেক ভাসে নীরে,
ওসে ক্ষণেক ভাসে নীরে,
আমি একদিনও না দেখিলাম তারে।

পড়শী যদি আমায় ছুঁতো,
যম যাতনা সকল যেতো, দূরে,
পড়শী যদি আমায় ছুঁতো,
যম যাতনা সকল যেতো, দূরে,
সে আর লালন একখানে রয়,
সে আর লালন একখানে রয়
লক্ষ যোজন ফাঁক রে, তবু
লক্ষ যোজন ফাঁক রে,
আমি একদিনও না দেখিলাম তারে।

বাড়ির কাছে আরশী নগর
সেথা পড়শী বসত করে,
একঘর পড়শী বসত করে
আমি একদিনও না.. দেখিলাম তারে।।

বাড়ির কাছে আরশী নগর লিরিক্স – লালন গীতি বাংলা গান

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top