Besh Toh Lyrics | বেশ তো লিরিক্স | Shreya Ghoshal | Ei Ami Renu - Song, WebSeries & Movies

Besh Toh Lyrics | বেশ তো লিরিক্স | Shreya Ghoshal | Ei Ami Renu

Besh Toh Lyrics by Shreya Ghoshal

Besh Toh Song Is Sung by Shreya Ghoshal from Ei Ami Renu Bengali Movie. Starring: Soham Chakraborty, Sohini Sarkar, Gaurav Chakrabarty, Kaushik Ganguly, Anindya Chatterjee and Alivia Sarkar. Music Composed by And Song Lyrics In Bengali Written by Rana Mazumder.
Song: Besh Toh
Film: Ei Ami Renu
Singers: Shreya Ghoshal
Music & Lyrics: Rana Mazumder
Music Programming & Arrangements: Lyton
Mixed & mastered by: Rupjit Das
Directed by: Saumen Sur
Story & Screenplay: Padmanabha Dasgupta
DOP: Gopi Bhagat
Produced by: Aangsh Movies
Presented by: Selim & Swarno
Label: SVF Music

Besh Toh Song Lyrics In Bengali

সোনালী সকাল রোদ্দুর
সাথে আছিস তুই, বেশ তো,
মনে আজ প্রজাপতির ঝাঁক
উড়ছে যে শুধুই, বেশ তো।
শিউলি ফুল, জল নুপুর
ভালোবাসার স্রোতে হারাবো দু’কূল
বেশ তো, বেশ তো।
কত কথা গুছিয়ে রেখেছি মনে
তোকে পেলে বলে দেবো মন খুলে,
কথাগুলো আজ ওড়াবো হাওয়ায়
তুই শুনবি, আমি দেখবো,
বেশ তো, বেশ তো।
সোনালী সকাল রোদ্দুর
সাথে আছিস তুই,
বেশ তো, বেশ তো।
আজ মন নিষেধের ডানা মেলে
তোকে সাথে নিয়ে যাবে রসাতলে,
তোর আগুনে আজ পোড়াব আমায়
ভালোবাসি আজ খুলে বলবো,
বেশ তো, বেশ তো।
সোনালী সকাল রোদ্দুর
সাথে আছিস তুই, বেশ তো,
মনে আজ প্রজাপতির ঝাঁক
উড়ছে যে শুধুই,
বেশ তো, বেশ তো।

বেশ তো লিরিক্স – শ্রেয়া ঘোষাল

Get free Tech info from Experts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top