Bhalobashar Shorto Lyrics – Raghab Chatterjee
Bhalobashar Shorto Lyrics. This Bengali Song Composed by Nilanjan Nandi. Programming by Snehendu Chatterjee. Bhalobashar Shorto Lyrics Are Written by Nilanjan Nandi And Sung by Raghab Chatterjee. Mixing and Mastering by Sayan Das. Audio Recorded at Moonlite Recording Studio.
Bhalobashar Shorto Song Credits :
Song : Bhalobashar Shorto
Singer : Raghab Chatterjee
Lyrics And Composition : Nilanjan Nandi
Keyboard Programming : Snehendu Chatterjee
Guitar : Aheeri
Backing Vocals : Anandi Aheeri
Mixed And Mastered : Sayan Das
Cinematography, Edit And Color : Soumyajit Karmakar
Publicity Design by : Thinkbizz Marcom Pvt Ltd
Bhalobashar Shorto Lyrics In Bengali
ভালোবাসার ভালোলাগার
শর্ত কি আছে কোনো?
ভালোবাসার ভালোলাগার
শর্ত কি আছে কোনো?
বয়সটা হতে হবে কুড়ি পঁচিশ
এমন নিয়ম নেই যেনো।
ভালোবাসার আবার বয়স কি
পথ চলার আছে বাকি,
ষোলোয় যেমন, ষাটেও তেমন
মন উদ্দাম উচ্ছল এক নদী।
চল্লিশে চালশে
পঞ্চাশে হৃদয়ের ব্যথা বলে দেয়,
বয়সটা বাড়ছে অন্তরে স্বপ্নের
সুতো পুড়ে যায়।
তবু বুকের প্লাবনেই শরীরে কাঁপন
কেনো আসে সহসা,
যখন তখন ঝড় তুফান তুলে
দূর করে তমসা।
ষোলোয় যেমন, ষাটেও তেমন
মন উদ্দাম উচ্ছল এক নদী।
হে ভালোবাসার ভালোলাগার
শর্ত কি আছে কোনো?
বয়সটা হতে হবে কুড়ি পঁচিশ
এমন নিয়ম নেই যেনো।
ভালোবাসার আবার বয়স কি
পথ চলার আছে বাকি,
ষোলোয় যেমন, ষাটেও তেমন
মন উদ্দাম উচ্ছল এক নদী।
বয়স মানে দেশ কাল সীমানার
গন্ডি তো নয়,
চাইলেই এক লাফে দেয়াল-টেয়েল সব
পার হওয়া যায়।
বয়সের সীমানা আসলে কিছুই নয়
পলকা সুতো,
ছিঁড়লেই ছেঁড়া যায়
চাই শুধু একটা আলগা ছুতো।
ষোলোয় যেমন, ষাটেও তেমন
মন উদ্দাম উচ্ছল এক নদী।
হে ভালোবাসার ভালোলাগার
শর্ত কি আছে কোনো?
বয়সটা হতে হবে কুড়ি পঁচিশ
এমন নিয়ম নেই যেনো।
ভালোবাসার আবার বয়স কি
পথ চলার আছে বাকি,
ষোলোয় যেমন, ষাটেও তেমন
মন উদ্দাম উচ্ছল এক নদী।
‘ভালোবাসার শর্ত’ গানটি গেয়েছেন রাঘব চ্যাটার্জী। গানটির সুর দিয়েছেন এবং ভালোবাসার শর্ত গানের লিরিক্স লিখেছেন নীলাঞ্জন নন্দী।