Boka Pahar Lyrics from Shobdo Jobdo
Boka Pahar Song Is Sung by Prajna from Shobdo Jobdo Hoichoi Web Series. Starring: Rajat Kapoor, Paayel Sarkar, Mumtaz Sorcar And Others. Music Composed by Amit Bose And Yash Gupta. Song Lyrics In bengali Written by Sourav Chakraborty. Song Programming by Sattwik Biswas. Mixing And Mastering by Subhadeep Mitra.
Song : Boka Pahar
Web Series : Shobdo Jobdo
Singer : Prajna
Music : Amit Bose & Yash Gupta
Lyrics : Sourav Chakraborty
Director : Sourav Chakraborty
Production : Trickster & Span Productions
Label : SVF Music
Boka Pahar Song Lyrics In Bengali
যেই না আঁকবে পাহাড়
যেই না ঢালবে নদী,
ছোট্ট পাতা বাহার
কীভাবে রোদ লুকাবে।
যেভাবে মেঘেরা ঘামে
যেভাবে হাত ঠান্ডা হয়,
তুমিতো হলদে খামে
কী আর বলো পাঠাবে ?
যা কিছু আর যত ছিল বলার
সব মুলতবি হয়ে যাক,
বোকা পাহাড় জানে সবই মায়ার
শীত চাদরেও ঠান্ডা পাক ..
না, নানা না, নানা নান্না না না না
বোকা হওয়া যে সহজ নয়
বোকা হয়ে জানতে নেই,
লুকানোতে যে সাহস চাই
ভয় পেয়ে বলতে নেই।
বরফেরা নেমে রাস্তায়
থেমে হেসে যদি হাত মেলায়,
বোকা পাহাড় জানে সবই হাওয়ার
ভালোবাসা হোক অবেলায় ..
না, নানা না, নানা নান্না না না না..
বোকা পাহাড় গানের লিরিক্স – শব্দ জব্দ
- Get free Car Machinery Tips from Experts