Chiltey Roud Lyrics Meaning In English - Coke Studio Bangla - Song, WebSeries & Movies

Chiltey Roud Lyrics Meaning In English – Coke Studio Bangla

 

Chiltey Roud Lyrics Meaning In English - Coke Studio Bangla

Chiltey Roud Lyrics Meaning In English – Coke Studio Bangla

চিলতে রোদে পাখনা ডোবায়

Dipping wings in slivers of sunshine


মুচকি হাসে শহরতলি

The suburbs wake to smile sweetly


চিলতে রোদে পাখনা ডোবায়

Dipping wings in slivers of sunshine


মুচকি হাসে শহরতলি

The suburbs wake to smile sweetly


ও কি একবার আসিয়া

O my love, come to me once,


সোনার চান্দ মোর, যাও দেখিয়া রে

Just to see me once, O my sweetheart!


চিলতে রোদে পাখনা ডোবায়

Dipping wings in slivers of sunshine


মুচকি হাসে শহরতলি

The suburbs wake to smile sweetly


চিলতে রোদে পাখনা ডোবায়

Dipping wings in slivers of sunshine


মুচকি হাসে শহরতলি

The suburbs wake to smile sweetly


রোজ সকালে পড়ছে মনে

Every morning, you’re on my mind


রোজ সকালে পড়ছে মনে

Every morning, you’re on my mind


এই কথাটা কেমনে বলি?

But, how do I tell you that really?


চিলতে রোদে পাখনা ডোবায়

Dipping wings in slivers of sunshine


মুচকি হাসে শহরতলি

The suburbs wake to smile sweetly


বালিশ চাদর, এপাশ ওপাশ

On unkempt pillows and sheets


একটুখানি গড়িয়ে নেওয়া,

Tossing & turning lazily


বালিশ চাদর, এপাশ ওপাশ

On unkempt pillows and sheets


একটুখানি গড়িয়ে নেওয়া,

Tossing & turning lazily


আলতো ঘুমেই দুঃখটাকে 

A light slumber lulls my grief


আলতো ঘুমেই দুঃখটাকে 

A light slumber lulls my grief


খানিক সুখের প্রলেপ দেওয়া।

Soothing me with a little glee


ও কি একবার আসিয়া

O my love, come to me once,


সোনার চান্দ মোর, যাও দেখিয়া রে

Just to see me once, O my sweetheart!


ও কি একবার আসিয়া

O my love, come to me once,


সোনার চান্দ মোর, যাও দেখিয়া রে

Just to see me once, O my sweetheart!


ও দিয়া ও দিয়া যান রে বন্ধু

You travel hither and thither


ডারা না হন পার

But never across this little river!


ওরে থাউক মন তোর দিবার থুবার 

Forget your love and your gifts,


দেখাই পাওয়া ভার রে..

I don’t get to see you ever!


ও কি একবার আসিয়া

O my love, come to me once,


সোনার চান্দ মোর, যাও দেখিয়া রে

Just to see me once, O my sweetheart!


রেতের বেলা একলা এখন 

Now at this quiet lonely night


জিরোচ্ছে সব শহরতলি

When suburbs resting peacefully


রেতের বেলা একলা এখন

Now at this quiet lonely night


জিরোচ্ছে সব শহরতলি

When suburbs resting peacefully


চোখ দু’টো খুব পড়ছে মনে

Those lovely eyes are on my mind


চোখ দু’টো খুব পড়ছে মনে

Those lovely eyes are on my mind


এই কথাটা কেমনে বলি?

But, how do I tell you that really?


চিলতে রোদে পাখনা ডোবায়

Dipping wings in slivers of sunshine


কোড়া কান্দে, কুড়ি কান্দে

All lake-birds together wail,


কান্দে বালিহাঁস

Water geese shed tears,


কোড়া কান্দে, কুড়ি কান্দে

All lake-birds together wail,


কান্দে বালিহাঁস

Water geese shed tears,


ওরে ডাহুকি কান্দনে সই মুই 

I, too, long to go with you


ছাড়নু ভাইয়ার দ্যাশ রে..

Leaving this home, my dear!


ও কি একবার আসিয়া

O my love, come to me once,


সোনার চান্দ মোর, যাও দেখিয়া রে

Just to see me once, O my sweetheart!


ও কি একবার আসিয়া

O my love, come to me once,


সোনার চান্দ মোর, যাও দেখিয়া রে

Just to see me once, O my sweetheart!



Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top