Chuye Dile Mon Lyrics | Tahsan & Shakila Saki



Chuye Dile Mon Lyrics By Tahsan

Song Details:

Name: Chuye Dile Mon (ছুঁয়ে দিলে মন)
Artist: Tahsan And Shakila Saki
Album: Chuye Dile Mon (ছুঁয়ে দিলে মন)

Chuye Dile Mon Lyrics in Bangla

আমি ডানা ছাড়া পাখি,
তোমার আশায় আশায় থাকি
আমি পটে আঁকা ছবি প্রেম,
তুমি ভালোবাসায় সবই
তুমি ছুঁয়ে দিলে মন,
আমি উড়ব আজীবন ।।

তুমি আকাশের ওই নীল,
আমি মেঘে মেঘে স্বপ্নিল
তুমি হাওয়া হয়ে আসো,
শুধু আমাকেই ভালোবেসো
তুমি মনের আল্পনা,
তুমি সেই প্রিয় কল্পনা
তুমি ছুঁয়ে দিলে মন,
আমি উড়ব আজীবন ।।

যেন ছায়া হয়ে আছি,
যেন তোমায় নিয়ে বাঁচি
তুমি আমার সুখ পাখি,
বলো কোথায় তোমায় রাখি
তুমি রাত দিনোমান,
আমি ডুবে থাকি সারাটাক্ষণ
তুমি ছুঁয়ে দিলে মন,
আমি উড়ব আজীবন ।।

ছুঁয়ে দিলে মন লিরিক্স – তাহসান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post