Debi Lyrics | দেবী লিরিক্স | এই রাস্তাগুলো লাগে বড় অচেনা - Song, WebSeries & Movies

Debi Lyrics | দেবী লিরিক্স | এই রাস্তাগুলো লাগে বড় অচেনা

Debi Lyrics By Adnan Asif

Song Info:
Lyrics, Tune, Voice: Adnan Asif. 
Music: Amzad Hossain.

Debi Lyrics In Bangla

এই রাস্তাগুলো লাগে বড় অচেনা.  
আকাশটার সাথে নেই জানাশোনা. . . . . . . . . . [x2]
আমি তোর প্রেমেতে অন্ধ. . . . 
ছিল চোখ কান সব বন্ধ. . . . 
থেমে গেছে জীবনের. . . .     
” লেনাদেনা “
সেই পুরোনো রাস্তাটাই
আজ একা একা হেটে যায়
হচ্ছেনা হিসাবের
বনিবনা. . . . .
এখন এমনি করে
   ” ভালো”. . .
কেমনি করে
     “বাসি”. . . . .
অন্য কোনো পাখিকে. . . . . . .
তার চেয়ে ভালো ছিল
       তুই
নিজ হাতে ‘খুন’ করে. . .
যেতি. . . . . . . . . . . . . . .
আমাকে. . . . . ♥
এই দুপুর রোদের ভিড়ে. . .
একটু ক্ষীদে পেলে. . .
তোর নাম্বার টায়
ফোন তো আর
ঢোকে না. . . . .
তুইতো জানিস ঠিক. . . .
তুই ছাড়া আমার. . .
মুখে  অমৃতটাও
একা রোচেনা. . .
মাঝরাতে তোর
S M S  er Tone
আমার গভীর ঘুমটাকে
আর ভাঙ্গায় না. . . . .
ব্যস্ত নগরে. . .
আমার বুকের গভীরে
তোর মাথা রাখা মন টাকে
রাঙ্গায় না. . . .
এখন এমনি শত
যন্ত্রনা. . . . . . .
কেমনি করে বলি. . . . . . . .
অন্য কোনো সাথীকে. . .
তার চেয়ে ভালো ছিল তুই
নিজ হাতে ‘খুন’ করে. . .
যেতি. . . . . . . . . . . . . . .♥
আমাকে. . . . . ♥
কতোনা ভালো হতো তুই
আসতি যদি ফিরে. . . . .
স্বপ্ন দিয়ে মোরা এই
ভালোবাসার নীড়ে. . . .
আজীবন হয়ে রইতাম আমি
তোর “কৃতদাস”. . . . . . . . 
ইহকালটাই করে দিতাম
তোর “জান্নাতে” বসবাস. . . . .[x2]
এখন এমনি করে
    ” পূজো “. . . .
কেমনি করে দেবো. . !
অন্য কোনো ” দেবী” কে. . . .
তার চেয়ে ভালো ছিল তুই
নিজ হাতে ‘খুন’ করে. . .
যেতি. . . . . . . . . . . . . . .
আমাকে. . . . . ♥

দেবি – এই রাস্তাগুলো লাগে বড় অচেনা লিরিক্স

New Song Lyrics

debi-lyrics-adnan-asif

5 thoughts on “Debi Lyrics | দেবী লিরিক্স | এই রাস্তাগুলো লাগে বড় অচেনা”

  1. কতোনা ভালো হতো তুই
    আসতি যদি ফিরে. . . . .
    স্বপ্ন দিয়ে মোরা এই
    ভালোবাসার নীড়ে. . . .

  2. কতোনা ভালো হতো তুই
    আসতি যদি ফিরে. . . . .
    স্বপ্ন দিয়ে মোরা এই
    ভালোবাসার নীড়ে. . . .

    আজীবন হয়ে রইতাম আমি
    তোর "কৃতদাস". . . . . . . .
    ইহকালটাই করে দিতাম
    তোর "জান্নাতে" বসবাস. .
    👨‍❤️‍💋‍👨👨‍❤️‍💋‍👨👨‍❤️‍💋‍👨

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top