Dupurer Khamokha Kheyal Lyrics by Chandrabindu
Dupurer Khamokha Kheyal Song Is Sung by Anindya Chatterjee from Aar Jani Na Chandrabindu Bangla Band Album.
Song : Dupurer Khamokha Kheyal
Album Name : Aar Jani Na
Band Name : Chandrabindoo
Released by : T-Series And Asha Audio
Dupurer Khamokha Kheyal Lyrics In Bengali
দুপুরের খামোখা খেয়াল
ভাঙ্গা তাক পুরোনো দেয়াল,
দুপুরের খামোখা খেয়াল
ভাঙা তাক পুরোনো দেয়াল,
খুঁজে পাওয়া বই জানতে চায়
বান্ধবী আছে কে কোথায়?
খুঁজে পাওয়া বই জানতে চায়
বান্ধবী আছে কে কোথায়?
ধুলো লাগা চেনা বই সব
হাতড়ায় কে না শৈশব,
ধুলো লাগা চেনা বই সব
ভালবাসে কে না শৈশব।
এক আকাশ ভর্তি অভিমান
কোনদিন গাইব না যে গান,
এক আকাশ ভর্তি অভিমান
কোনদিন গাইব না যে গান।
খুঁজে পাওয়া বই, রাত জাগা চোখ
আমি পড়বই, যন্ত্রণা হোক,
খুঁজে পাওয়া বই, রাত জাগা চোখ
আমি পড়বই, যন্ত্রণা হোক,
যন্ত্রণা হোক।
কখনই পাত্তা দাওনি যাকে
গোপনীয় আজও বইয়ের ফাঁকে,
কখনই পাত্তা দাওনি যাকে
গোপনীয় আজও বইয়ের ফাঁকে,
ভালবাসা বিবর্ণ পালকে,
ভালবাসা বিবর্ণ পালকে।
ভাল থেকো শুভ জন্মদিন
লেখাগুলো আজও অমলিন,
ভাল থেকো শুভ জন্মদিন
লেখাগুলো আজও অমলিন,
বেখেয়ালে খুঁজে পাওয়া বই
ভাল আর থাকতে দিচ্ছে কই,
বেখেয়ালে খুঁজে পাওয়া বই
ভাল আর থাকতে দিচ্ছে কই।
বৃষ্টির জলে ধোয়া ছাদ
ভুল করে ছুঁয়ে দেওয়া হাত,
বৃষ্টির জলে ধোয়া ছাদ
ভুল করে ছুঁয়ে দেওয়া হাত,
এখনও কি ভুল করে তুই
একা একা ভাববো না কিছুই,
এখনও কি ভুল করে তুই
একা একা ভাববো না কিছুই।
শুধু আদরের ছিল অঙ্গীকার
যদি একটুও আর একটিবার,
শুধু আদরের ছিল অঙ্গীকার
যদি একটুও আর একটিবার,
আর একটিবার।
একদিন গোধূলি আলোকে
খেলেছিল উদাসী বালকে,
একদিন গোধূলি আলোকে
খেলেছিল উদাসী বালকে,
সেদিনের সোনালি পালকে,
সেদিনের সোনালি পালকে ..