Ei Veja Borshay Lyrics by Saif Zohan Bengali Brishtir Gaan. Music Composed by Shovon Roy. Rainy Day Special Bengali Song Ei Veja Borshay Lyrics In Bengali Written by Saif Zohan.
Ei Veja Borshay Song Information :
Song Name : Ei Veja Borshay
Vocal And Lyrics : Saif Zohan
Music : Shovon Roy
Video : Saif Zohan
Ei Veja Borshay Lyrics In Bengali :
এই ভেজা বরষায়
মন তাকে ফিরে চায়,
এই ভেজা বরষায়
মন তাকে ফিরে চায়,
কাদা ছেটা স্মৃতি গুলো
ভেবে লাগে অসহায়।
এই ভেজা বরষায়
তাকে ভোলা বড় দায়,
নীর হারা পাখির মত
যেন আমি নিরুপায়।
এই ভেজা বরষায়।।
আকাশের বুকে জমা মেঘেদের মত
এই বুকে জমা আছে অগনিত ক্ষত।
আকাশের বুকে জমা মেঘেদের মত
এই বুকে জমা আছে অগনিত ক্ষত,
বৃষ্টির ঠিক আগে বয়ে যাওয়া হাওয়া
ভাবায় তার আমার পাওয়া না পাওয়া।
সেই হাওয়া ছুঁয়ে যায়
স্মৃতি গুলো ধুয়ে যায়,
এই ভেজা বরষায়
এই ভেজা বরষায়,
এই ভেজা বরষায়
এই ভেজা বরষায়।।
বৃষ্টির বিকেলের আসমানি দুখ
ভাবায় আমায় তার মিলনের সুখ।
বৃষ্টির বিকেলের আসমানি দুখ
ভাবায় আমায় তার মিলনের সুখ,
সহজতো ছিলনা একসাথে হাটা
যে মিলনে খুশি নয় স্বয়ং বিধাতা,
তার, জন্য তবু কেদে যায়
এ দু’চোখ ভিজে যায়,
এই ভেজা বরষায়
এই ভেজা বরষায়,
এই ভেজা বরষায়
এই ভেজা বরষায়।।
মাঝরাতে ঝড়ো হাওয়া যদি বয়ে যায়
তার অভিমানী মুখ মনে পড়ে হায়।
মাঝরাতে ঝড়ো হাওয়া যদি বয়ে যায়
তার অভিমানী মুখ মনে পড়ে হায়,
ঝিরি ঝিরি বৃষ্টিরা পড়ে মাঝরাতে
কান্নারা মিশে যায় বৃষ্টির সাথে,
যার, জন্য বুক জ্বলে যায়
সেই যদি চলে যায়,
এই ভেজা বরষায়
এই ভেজা বরষায়।
যেই দিন চলে যায়
তাকি আর ফিরে আয়,
এই ভেজা বরষায়
এই ভেজা বরষায়,
এই ভেজা বরষায়
এই ভেজা বরষায়।।
Ei Veja Borshay Lyrics In English :
Ei veja boroshay
Mon taake phire chaay
Kada cheta smriti gulo
Vebe laage oshohay
Ei bheja boroshay
Taake bhola boro daay
Neer hara pakhir moto
Jeno ami nirupaay
Ei veja boroshay
Akasher buke joma megheder moto
Ei buke joma che ogonito khoto
Brishtir thik agey boye jaowa hawa
Vabay taar amar paowa na paowa
Sei hawa chuye jaay
Smriti gulo dhuye jaay
Ei veja borshay
Ei bheja borshay
Brishtir bikeler ashmani dukh
Vabay amay taar miloner sukh
Sohojtoh chilona eksathe hata
Je milone khushi noy swayang bidhata
Taar jonno tobu kede jaay
E duchokh vije jaay
Majhraate jhoro hawa jodi boye jaay
Taar obhimaani mukh mone pore haay
Jhiri jhiri brishtira pore majhraate
Kannara mishe jaay bristir sathe
Jaar jonno buk jwole jaay
Sei jodi chole jaay
Jei din chole jaay
Taaki aar phire aay
Ei veja borsay
Eibheja borsay
বৃষ্টির দিনের গান এই ভেজা বরষায় গানের লিরিক্স লিখেছেন এবং গানটি গেয়েছেন সাইফ জোহান। গানের সুর দিয়েছেন শোভন রায়।