Ek Baar Bole Dekh Lyrics | একবার বলে দেখ লিরিক্স | Sahobashe - Song, WebSeries & Movies

Ek Baar Bole Dekh Lyrics | একবার বলে দেখ লিরিক্স | Sahobashe

Ek Baar Bole Dekh Lyrics from Sahobashe

Ek Baar Bole Dekh Song Is Sung by Soumya Rit And Shaoni from Sahobashe Bengali Movie. Starring: Anubhav Kanjilal, Ishaa Saha, Saayoni Ghosh, Rahul Banerjee, Debleena Dutt Mukherjee, Biswajeet Chakraborty, Tullika Bose, Subhashish Mukherjee And Bratya Basu. Song Lyrics In Bengali Written by Soumya Rit And Anjan Kanjilal.

Song: Ek Baar Bole Dekh
Movie: Sahobashe
Singers: Soumya Rit & Shaoni
Music: Soumya Rit
Lyrics: Soumya Rit & Anjan Kanjilal
Arranger & Programmer: Rahul Sarkar
Mixed & Mastered by: Shamik Guha Roy
Director: Anjan Kanjilal
Producer: Prohlad Sardar & Sumana Kanjilal
Production House: Mojotale Entertainments
Music on: Zee Music চম্পান্য

Ek Baar Bole Dekh Song Lyrics In Bengali

তুই করলি জিগ্যেস
আমার দুঃখ কিসের,
কী আর বলি বল, তোকে?
এমন কী কথা
যা বাড়াবে ব্যথা,
কেন থেমে যাস, অর্ধেক লিখে?

বলে ফেল, ডানা মেল
ওই আকাশে,
বদলে দে, যেমন চাস
জীবনটাকে।

একবার বলে দেখ
হয়ে যাব এক, তোর সাথে,
একবার বলে দেখ
হয়ে যাবো এক, তোর সাথে।

জড়িয়ে গলা, কান্নাগুলো হয়নি ঢালা
তোর বুকে, তোর বুকে,
আটকে গেছে গৃহস্থালির নগ্ন কথার
ভুল চুকে, ভুল চুকে।

গভীর কথাগুলো মরসুমে
পাগল গাইছে গান সারগামে,
তোমার হাতে ফুল, আমিও করছি ভুল
কিনেছি যত সুর কম দামে।
তোমার আয়নাতে দীর্ঘশ্বাস
আমার একলা ঘরে রাত্রিবাস,
তবুও ভাঙে ঘুম, যে কোনো বেডরুম
জমাট অশ্রুতে জলোচ্ছ্বাস।

বলে ফেল, ডানা মেল
ওই আকাশে,
বদলে দে, যেমন চাস
জীবনটাকে।

একবার বলে দেখ
হয়ে যাব এক, তোর সাথে,
একবার বলে দেখ
হয়ে যাব এক, তোর সাথে।

একবার বলে দেখ লিরিক্স – সহবাসে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top