Haajar Bichhana Lyrics | হাজার বিছানা লিরিক্স | Rupam Islam - Song, WebSeries & Movies

Haajar Bichhana Lyrics | হাজার বিছানা লিরিক্স | Rupam Islam

Haajar Bichhana Lyrics by Rupam Islam from Fossils 4

Song Name : Hajar Bichana (হাজার বিছানা)
Singer : Rupam Islam
Album Name : Fossils 4

Haajar Bichhana Lyrics In Bengali

এক হাত থেকে অন্য হাতে
শুধু বদলাও হাজার বিছানায়
কীসের সান্তনা খুঁজে বেড়াও ?
কোন লজ্জায় বহু ব্যবহৃত
ঠোঁটে হাসি রেখেছ এঁকে
হারিয়েছ কি নিরুদ্দেশের ঠিকানাটাও। (x2)
তোমাকে দেখলে এখন কিছুটা কষ্ট হয়
তোমাদের মিথ্যের দুনিয়াটা শুধু স্পষ্ট হয়..
এভাবেই, সব সম্ভাবনাই যদি নষ্ট হয়
অচিরেই শেষ হবে পৃথিবী তুমি কি সেটাই চাও।
একদিন শেষ হয়ে যাবে সব
শেষ হবে লোক ঠকানোর উৎসব
যা তুমি ভাবছো আজ অসম্ভব
কাল হবে।
সেই ফেলে আসা ফিরে আসার পথ
আর ছুড়ে ফেলা কোনও শপথ
অনুশোচনার আঁচে জেগে রাত
সকাল হবে।
রঙ পালটে নেবে গিরগিটি
বিপ্লব শুধু ভ্যানিটি
পাইকারি এই কারবারে বারেবারে।
ওও দাঁড়িয়ে আছে জিপসি ক্যারাভ্যান
যাব as soon as I can
বৃথা উদ্ভিদ ঘর বাড়িতে রাত বাড়ে..
তোমাকে দেখলে এখন কিছুটা কষ্ট হয়
তোমাদের মিথ্যের দুনিয়াটা শুধু স্পষ্ট হয়
এভাবেই, সব সম্ভাবনাই যদি নষ্ট হয়
অচিরেই শেষ হবে পৃথিবী তুমি কি সেটাই চাও।
একদিন শেষ হয়ে যাবে সব ….

হাজার বিছানা লিরিক্স – রূপম ইসলাম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top