Bangla Songs Lyrics,Tahsan Song Lyrics Irsha Lyrics | ঈর্ষা লিরিক্স | Tahsan

Irsha Lyrics | ঈর্ষা লিরিক্স | Tahsan



Irsha Lyrics By Tahsan

Irsha Lyrics by Tahsan from Kothopokothon Bangla Album Music. This Song Composed and Lyrics written by Tahsan Khan.

Song Info:

Album: Kothopokothon
Song: Irsha
Singer: Tahsan Khan
Lyric & Tune: Tahsan
Label: G Series

Irsha Lyrics in Bangla

দূরে তুমি দাঁড়িয়ে
সাগরের জ্বলে পা ভিজিয়ে
কাছে যেতে পারিনা
বলতে আজ পারিনা
তুমি আমার এখনো

সামনে তুমি দাঁড়িয়ে
কারো হাত জড়িয়ে
হাতটা ধরতে পারিনা
কাছে টানতে পারিনা
তোমার হাতে আজ অন্য কেউ

সাগরের পাড়ে হাত ধরে
দেখছো সূর্যডোবা আমি নেই
এখনো বৃষ্টি পড়ে তোমার মাঝে
সে বৃষ্টির ফোঁটা আমি নই
জানালার পাশে দাড়িয়ে তাকিয়ে
আকাশে সেখানে চাঁদটা নেই
এখনো বৃষ্টি পড়ে বৃষ্টিতে ভেঁজা
আমার পাশে তুমি নেই

সেই তুমি আজ আমার কাছে
আমার স্মৃতি ফিরিয়ে দিতে
আমি আজ কাঁদব না
হয়তো দু‘এক ফোঁটা
তবু বলবো না ভালোবাসি

কোন এক ছোট্ট মিথ্যা
মুছে দিয়েছে সব আমার
আমার দেওয়া ঘড়ির
সময়গুলো মুছেনি
তুমি রক্তাক্ত আমি অপরাধী

আমার চোখের দিকে তাকিয়ে দেখো
কাঁদছি আমি অসহায়
তোমায় হারিয়ে জীবনটা আমার
কষ্টের গানে ডুবে হায়
জানি ফিরিয়ে নেবার কোন কারণ নেই
তোমার এই জীবনে

তবুও এখনো তুমি সত্য
এখনো আমার জীবনে

ঈর্ষা  লিরিক্স – তাহসান

Irsha Lyrics-ঈর্ষা লিরিক্স-Tahsan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post