Maa Lyrics by Noble Man
Maa Lyrics Bengali Song Is Sung by Noble Man from Black War Mission Extreme 2 Bengali Movie. Maa Song Lyrics Written by Nadim Bhuiyan. Music Composed by Nadim Bhuiyan. Song Mixing and Mastering by Partha Majumder. Starring Arifin Shuvoo, Taskeen Rahman, Jannatul Ferdous Oishee, Hasan Imam, Fazlur Rahman Babu, Sadia Nabila, Sumit Sen Gupta, Misha Shawdagar, Shahiduzzaman Selim, Shatabdi Wadud And Others.
Maa Song Information :
Song: Maa
Film : Black War: Mission Extreme 2
Singer : Noble Man
choir. Vocal : Shakila Saki
Lyrics, Composed And Music : Nadim Bhuiyan
Mix And Master : Partha Majumder
Directed by : Sunny Sanwar And Faisal Ahmed
Story, Script And Dialogues : Sunny Sanwar
Producer : Rajnahar And Sunny Sanwar
Associate Producer : Nazir Ahmed And Mashfikur Rahman Pinku
Executive Producer : Ahmed Shaon
Publicity Design : Sayeem
Produced And Distribution By : Cop Creation
Co-Produced By : Mime Multimedia
Maa Song Lyrics In Bengali
কেমন করে তোমায় ছেড়ে যাবো বলো মা
শপথ করেছি মাতৃভূমির জায়গা ছাড়বো না,
তোমার গর্ভে জন্মেছি মা হেঁটেছি হাতটি ধরে
ছোট্ট আমাকে গড়েছো গো মা অনেক যত্ন করে।
তোমায় ছেড়ে যেতে হবে মা ..
ও মা… আমার মা
আমি তোমার সে খোকন সোনা,
ও মা… আমার মা
আমি তোমার সে খোকন সোনা।
আঘাত পেলে মা গো, তোমায় ডেকে উঠি
তোমার কায়ার ছায়া যে আমি,
বলে খোকন সোনা, হাত দুটো ছাড়তে না
জড়িয়ে নিতে তুমি মা গো আমায়।
তোমার মতো করে কেউ ভালোবাসে না
খোকা বলে কেউ ডাকে না …
ও মা … আমার মা
আমি তোমার সে খোকন সোনা,
ও মা … আমার মা
আমি তোমার সে খোকন সোনা।
পৃথিবীর এই আলো, দেখালে মা তুমি
মুখের বুলি দিয়েছো আমায়,
বুকের তাজা রক্ত, দিয়ে মা গো রাখবো
এ দেশ আমার মায়েরই সমান।
সবুজ ছায়া ঘেরা কত যে অপরূপা
বুকে রাখি দেশ মাটি মা …
ও মা… আমার মা
আমি তোমার সে খোকন সোনা,
ও মা… আমার মা
আমি তোমার সে খোকন সোনা।