Moner Modhye Bhoy Lyrics by Anupam Roy
Moner Modhye Bhoy Song Is Sung by Anupam Roy from Flyover Bengali Movie. Starring: Koel Mallick, Gaurav Chakrabarty, Ravi Shaw, Shantilal Mukherjee, Koushik Roy, Poulomi Das And others.
Song: Moner Modhye Bhoy
Movie: Flyover
Vocal, Music & Lyrics: Anupam Roy
Arranged and programmed: Nabarun Bose
Mixing & Mastering: Shomi Chatterjee
Director: Abhimanyu Mukherjee
Cinematographer: Souvik Basu
Script: Abhimanyu Mukherjee
Editor: Rabiranjan Maitra
Executive Producer: Sandeep Sathi
Presenter: Nispal Singh
Produced By: Surinder Films Pvt. Ltd.
Moner Modhye Bhoy Song Lyrics In Bengali
মনের মধ্যে ভয়
নতুন কিছু নয়,
ভাঙবে কিভাবে ভাবি
কোথায় রেখেছ চাবি?
আমাকে তৈরি করো
শক্ত করে ধরো,
সহ্য করো ভুল আমার
প্রশ্ন দু’চোখে হাজার।
দুঃসাহসের খাতা খুলে
অচেনা সুর হয়তো ছুঁলে,
তাইতো সময় থমকে আছে আমার ..
না না, এখনো হারিনি, হারিনি
হাতটা এখনো ছাড়িনি,
ছাড়বো না তোমায়।
হয়তো এ অন্ধকারে
শুধু যন্ত্রণা বাড়ে,
তাই গাইতে দাও এই গান আমায়।
আলো কমে আসে
কেউ নেই পাশে,
নিঃসঙ্গ একা ঘরে
জড়তা চেপে ধরে।
দুঃসাহসের খাতা খুলে
অচেনা সুর হয়তো ছুঁলে,
তাইতো সময় থমকে আছে আমার ..
না না, এখনো হারিনি, হারিনি
হাতটা এখনো ছাড়িনি,
ছাড়বো না তোমায়।
মনের মধ্যে ভয় লিরিক্স – অনুপম রায়
- Get Tips & Trick daily