Ondhokar Ghore Lyrics | অন্ধকার ঘরে লিরিক্স | Paper Rhyme. - Song, WebSeries & Movies

Ondhokar Ghore Lyrics | অন্ধকার ঘরে লিরিক্স | Paper Rhyme.

Nikosh Kalo Ei Adhare Lyrics by Paper Rhyme

Nikosh Kalo Ei Adhare Song Is Sung by Paper Rhyme Bangla Band.  Paper Rhyme Is A Popular Bangladeshi 90s Pop Rock Band. It was Released In 1996 From Soundtek Company.

Song Name: Ondhokar Ghore (1996)
Band Name: Paper Rhyme
Music Label: Soundtek

Paper Rhyme Band Members:
Ahmed Saad: Vocals & Harmonica
Rashed Iqbal: Guitars
Schumann Zaman: Bass
Nasser Haque: Keys
Aninda Kabir Avik: Drums & Percussion
Lyrics were written by: Shammi, Saad &
Nasser and Rashed

Nikosh Kalo Ei Adhare Lyrics in Bangla

অন্ধকার ঘরে, কাগজের টুকরো ছিঁড়ে
কেটে যায় আমার সময়।
তুমি গেছো চলে
যাওনি বিস্মৃতির অতলে,
যেমন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায়।

রেখেছিলাম তোমায় আমার হৃদয় গভীরে
তবু চলে গেলে এই সাজানো বাগান ছেড়ে
আমি রয়েছি তোমার অপেক্ষায়…

নিকষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে।
রয় শুধু নির্জনতা,
নির্জনতায় আমি একা।

একবার শুধু চোখ মেলো
দেখো আজ পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে।

কিছু পুরোনো গান
কিছু পুরোনো ছবির অ্যালবাম
এসবই আমার সাথী হয়ে রয়

কাকডাকা ভোরে
যখন সূর্য ঢুকে ঘরে
কালো পর্দায় বাধা পেয়ে সরে যায়।

আমার এ জগত বড় আগলে রাখে আমায়
তবু মাঝে মাঝে মনে হয়
মৃত্যুই কি শ্রেয় নয়?
আমি রয়েছি তোমার অপেক্ষায়….

নিকষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা
নির্জনতায় আমি একা।

একবার শুধু চোখ মেলো
দেখো আজ পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে।

আমার সব গান ধূলোয় মিশে যেতে চায়
অস্তিত্বের প্রয়োজনে
চাই তোমাকে এখানে
আমি রয়েছি তোমার অপেক্ষায়….

নিকষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা
নির্জনতায় আমি একা।

একবার শুধু চোখ মেলো
দেখো আজ পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে……..

অন্ধকার ঘরে লিরিক্স – পেপার রাইম

Your Departure God Not Gave Me.

The Silent Suicide Note..

More Lyrics

Ondhokar Ghore  Lyrics অন্ধকার ঘরে লিরিক্স

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top