Pagol Mon Lyrics | পাগল মন লিরিক্স | Indrani Sen - Song, WebSeries & Movies

Pagol Mon Lyrics | পাগল মন লিরিক্স | Indrani Sen

Pagol Mon Lyrics by Basudeb Das Baul

Description:

Song: Pagol Mon (পাগল মন মন রে)
Singer: Indrani Sen
Originaly Sung by: Basudeb Das Baul

Pagol Mon Lyrics in Bangla

কে বলে পাগল
সে যেনো কোথায়
রয়েছে কতই দূরে
মন কেন এতো কথা বলে। (x2)
ও পাগল মন, মন রে
মন কেন এতো কথা বলে,
ও পাগল মন, মন রে
মন কেন এতো কথা বলে।

মনকে আমার যত চাইযে বোঝাইতে,
মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে (x2)
পাগল মন রে, মন কেন এতো কথা বলে
ও পাগল মন, মন রে
মন কেন এতো কথা বলে।

আমি বা কে আমার মনটা বা কে
আজো পারলাম না আমার মনকে চিনিতে (x2)
পাগল মন রে, মন কেন এতো কথা বলে
ও পাগল মন, মন রে
মন কেন এতো কথা বলে।

আশি তোলায় সের হইলে চল্লিশ সেরে মণ
মনে-মনে এক মন না হইলে মিলবে না ওজন (x2)
পাগল মন রে, মন কেন এতো কথা বলে
ও পাগল মন, মন রে
মন কেন এতো কথা বলে,
ও পাগল মন, মন রে
মন কেন এতো কথা বলে।

পাগল মন রে লিরিক্স

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top