প্রিয় পাঠকবৃন্ধ আসা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আগস্ট মাস শুরু হয়েছে। ভয়াবহ সেই কালো রাত ১৫ ই আগস্ট। সেই কালো রাতের কথা বাঙ্গালী আজীবন শ্রদ্ধার সাথে স্বরন রাখবে। সেই ১৫ই আগস্ট নিয়ে ভিবিন্ন স্কুল কলেজে কবিতা প্রতিযোগিতা হয়। তাই আজকে আমরা ১৫ই আগষ্টের কবিতা (PDF Download), শোকাবহ আগস্ট কবিতা – জাতীয় শোক দিবসের কবিতা শেয়ার করবো। আসা করি তোমাদের কবিতাগুলো ভালো লাগবে।
শোকাবহ আগস্ট কবিতা
খুনে ফড়িং
সেই সিঁড়িতে পড়ে থাকা লাশ
আমার অনেক প্রশ্নের উত্তর !
হাতে ধরা পাইপ , কালো চশমা
সাদা পাঞ্জাবী , চেক লুঙ্গী ।
বত্রিশের সে বাড়ি , আড়াআড়ি
দে দৌড় বাঙ্গালী , ফড়িঙ মন !
শহরের দখল নেওয়া ট্যাঙ্ক
অটোমেটিক রাইফেলের
গুলি গণভবন , পাইক পেয়াদা , সরকার ,
মুয়াজ্জিনের আজান , একাকার !
সিঁড়িতে পড়ে থাকা লাশ
আমার অনেক কষ্টের উত্তর !
ঢোলের তালে নাচ
বাঁচ ময়না বাঁচ ,
যুদ্ধশেষের আগুনছোঁয়া আঁচ
জানালার ভাঙ্গা চোরা কাঁচ !
সিঁড়িতে পড়ে থাকা লাশ
15 August.
– আবু জাফর বিঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
শেখ মুজিবুর রহমান,
জাতি কখনো যাবেনা ভুলি
তুমি হৃদয়ে বিদ্যমান।
মহান নেতা জাতির পিতা
শেখ মুজিবুর রহমান,
বাংলার গাঁয়ের বাঙালি মায়ের
সু-সন্তান।
তুমি থাকবে বাঙালির হৃদয়ে
অস্তিত্বে বহমান,
শ্রদ্ধাভরে স্মরিব তোমায়
শেখ মুজিবুর রহমান।
তোমার রক্তে ধরণী সিক্ত
পদ্মা মেঘনা বহমান,
সবুজের মাঝে লাল পতাকা
জানাই সম্মান।
তোমারই অবদান,
লক্ষ-কোটি হৃদয়ে থাকবে মিশে
স্মৃতি অম্লান।
১৫ই আগস্ট এই দিনে
মোরা শোকে মুহ্যমান,
স্রষ্টা বেহেস্তের সর্বোত্তম স্থান
তাঁকে করুন দান।
জাতীয় শোক দিবসের কবিতা
মুক্তিযুদ্ধ- স্বাধীন বাংলা
বীর বাঙালির আত্মার সুর
বাংলাদেশের প্রাণে-প্রান্তরে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর
কে জ্বেলেছে লক্ষ প্রাণে
স্বদেশ প্রেমের আগুন
কে এনেছে বাংলাদেশে
স্বাধীনতার ফাগুন!
………….
বাংলাদেশের শাশ্বত সবুজ
চুমু খায় যেই মুখ
চিরস্পন্দিত বুক
মুজিব মানে দেশপ্রেম
মুজিব মানে মুক্তি
মুজিব হলেন বঙ্গবন্ধু
ভালবাসার উক্তি
মাহমুদ সালিম
মুজিব তুমি চেতনার নাম
মুজিব উদ্দীপনার
মুজিব একটি শক্তি সাহস
বাংলার জনতার।
অগ্নিঝরা ভাষণ পেলাম
দেশের মাটির তরে
টুঙ্গিপাড়ার সেই ছেলেকে
নিলাম আপন করে।
মুজিব দিলো স্বাধীন বাংলা
পেলাম স্বাধীন ভূমি
মনের মাঝে তোমার ছবি
আলো ছড়াও তুমি।
মুজিব তুমি বিশ্বের মাঝে
ছড়িয়ে আছো আজ
মুজিব তুমি চোখের মণি
মাথার মুকুট তাজ।
তোমার ভাষণ কোটি লোকের
দেখিয়ে নীতির প্রথা
সেই ভাষণে বীর বাঙালি
নিজের জীবন বাজি রেখে
বিজয় পাবার লক্ষ্যে
তোমায় পেয়ে বাংলার মানুষ
সাহস রেখেছে বক্ষে।
শোক দিবসের কবিতা খোকা
মুজিব মানে দেশপ্রেম
মুজিব মানে মুক্তি
মুজিব হলেন বঙ্গবন্ধু
ভালবাসার উক্তি।
মুজিব মার্ক্স মেন্ডেলা
একই সূত্রে গাঁথা
মুক্তিসেনার চোখে ঝিলিক
স্বপ্ন দিয়ে আঁকা।
একুশ থেকে একাত্তুরে
হলাম ভাই হারা
পিতা তুমি জীবন দিয়ে
করলে সর্বহারা।
আগস্ট মাসের পনেরো তারিখ
ভেসে আসে কান্না
হারিয়ে যায় খোকা মোদের
শ্রাবণ মেঘের বন্যা।
১৫ আগস্ট
কবির কল্লোল
দেয়ালে শোক টাঙিয়ে রেখে
আমরা অংক কষি-
স্লোগানের অনুপাতে ভুরিভোজের পরিমাণ নিয়ে।
কেউ কেউ প্রতিভা দেখিয়ে
কুড়িয়ে নেয় পয়সাকড়ি, কেউ কেউ নৈকট্য খুঁজে
পুজে যায় পারিবারিক পদযুগল।
কেউ কেউ আমার মতো নিরীহ ছন্দের দোল
কবিতায় তুলে নিয়ে মিছিমিছি কাঁদে।
ব্যানারের বাজার চড়চড় ক’রে বেড়ে যায়।
কেউ গান করে। কেউ বাজায়।
পাতিনেতার পকেট ফুলে টেপামাছ,
কালোব্যাজের পয়সা বাঁচিয়ে রাতে তার পানের পসরা।
এখন তো ফেসবুকই কান্নায় ভরা
নানাবিধ ইমোকটিনে। কান্নাতেও উৎসব
কান্নার আয়োজনে ঘটা ক’রে ভাড়া করে বীণা
উৎসব! উৎসব দেখি। শোক তো দেখি না।
১৫ই আগষ্টের কবিতা PDF Download
Tag;১৫ই আগষ্টের কবিতা (PDF Download),শোকাবহ আগস্ট কবিতা, জাতীয় শোক দিবসের কবিতা