Tomae Pachchhi Koi Lyrics by Upal Sengupta And Nilanjan
Tomae Pachchhi Koi Song Is Sung by Upal Sengupta And Nilanjan. Tomay Pachhi Koi Lyrics In Bengali Written by Nilanjan. Song Mixing and Mastering by Abhijit Roy.
Song: Tomae Pachchhi Koi
Vocal & Tune: Upal Sengupta
Lyrics: Nilanjan
Musician: Rajat, Bappa, Sibu,
Shantanu, Sunny & Shouvik
Camera and Editing: Mirrorless Production House
Recording: Tito
Recorded live at: Studio Hindusthan
Label: GAAN TAAN
Tomae Pachchhi Koi Lyrics In Bengali
খুচরো কাগজ, খুচরো পাতা
হাওয়ায় হাওয়ায় গল্প-গাথা,
এদিক সেদিক ডায়েরী, খাতা
ওলোটপালট বই !
যাচ্ছে ভেঙে যাই বানাচ্ছি
হাওয়ায় হাওয়ায় ধাক্কা খাচ্ছি,
তোমার চুলের গন্ধ পাচ্ছি !
তোমায় পাচ্ছি কই ?
চাদর মোড়া দশটা সুতোর হাতি
মাটির ঘোড়া এক জোড়া দুই কোণে,
তুলোর পাখি, অধরা প্রজাতির
তিনটে, বাকি পিঁপড়ে কে আর গোনে !
গোনা, আলোচনা এ সব তো হলোই
তোমার পায়ের শব্দ পাচ্ছি !
তোমায় পাচ্ছি কই ?
খসুক দেয়াল, খসুক তারা
হাওয়ায় হাওয়ায়, তোমায় ছাড়া
প্যালেট তুলি রঙের পাড়া
আমার সামান্যই !
তোমার ছবিই আঁকতে যাচ্ছি
হাওয়ায় হাওয়ায় হাত ডোবাচ্ছি,
তোমার চুলের গন্ধ পাচ্ছি !
তোমায় পাচ্ছি কই ?
তোমার চুলের গন্ধ পাচ্ছি !
তোমায় পাচ্ছি কই ?
তোমায় পাচ্ছি কই লিরিক্স – উপল সেনগুপ্ত
