Tomar Baire Lyrics by Asif Akbar :
Tomar Baire Lyrics by Asif Akbar. Tune by Pallab Sanyal And Music Composed by Partha Majumder. Song Lyrics Written by Rajiv Ahmed. Featuring Asif Akbar And Achol.
Song: Tomar Baire
Singer : Asif Akbar
Lyrics : Rajiv Ahmed
Tune : Pallab Sanyal
Composition : Partha Majumder
Direction : Elan
Video Making : E-Music
Label : ARB Entertainment
Tomar Baire Music Video :
Tomar Baire Lyrics In Bengali :
তোমার বাইরে আমার কোনো স্বপ্ন নেই
তোমার বাইরে আমার কোনো ইচ্ছে নেই,
তোমার বাইরে প্রথম দ্বিতীয় তৃতীয় নেই
তোমার বাইরে শেষ বলেও কিছু নেই।
গান নেই কবিতা নেই
এমন কোনো কথা নেই,
তোমার বাইরে আমার কোনো কষ্ট নেই
তোমার বাইরে আমার কোনো কষ্ট নেই।
হাতের মুঠোয় শক্তি নেই
খোলা আকাশ মুক্তি নেই,
চিঠি লেখার মানুষ নেই
কোথাও যাবো গন্তব্য নেই …
তোমার বাইরে আমার কোনো আমি নেই
তোমার বাইরে আমার কোনো কষ্ট নেই।
পেছন থেকে ডাক নেই
ভালোবাসায় ভাগ নেই,
দেহের কোথাও বয়স নেই
ক্লান্ত হবার সাহস নেই …
তোমার বাইরে আমার কোনো বিশ্ব নেই।
তোমার বাইরে আমার কোনো স্বপ্ন নেই
তোমার বাইরে আমার কোনো ইচ্ছে নেই,
তোমার বাইরে প্রথম দ্বিতীয় তৃতীয় নেই
তোমার বাইরে শেষ বলেও কিছু নেই।
গান নেই কবিতা নেই
এমন কোনো কথা নেই,
তোমার বাইরে আমার কোনো কষ্ট নেই
তোমার বাইরে আমার কোনো কষ্ট নেই।