Tomay Chowar Icche Lyrics by Shiekh Sadi
তোমায় ছোঁয়ার ইচ্ছে গানটি গেয়েছেন শেখ সাদি। গানটির সুর দিয়েছেন আলভী। গানটির লিরিক্স লিখেছেন মেহেদী হাসান লিমন।
Tomay Chowar Icche Song Is Sung by Shiekh Sadi. Music Composed by Alvee Al Berunee. Song Lyrical Concept by Rabiul Awal Sizan. Tomay Chowar Icche Lyrics Written by Mehedi Hasan Limon.
Tomay Chowar Icche Song Cast: Farin Khan And Shiekh Sadi.
Song: Tomay Chowar Icche
Singer: Shiekh Sadi
Lyrics: Mehedi Hasan Limon
Music: Alvee Al Berunee
Tune: Asif Shahriar
Director: Sohel Raaz
Producer: Rupai
Cinematographer: Rakib Ahmmed
Factory: Teamwork
Tomay Chowar Icche Lyrics In Bengali
তোমায় ছোঁয়ার ইচ্ছে
আমায় ভীষণ পীড়া দিচ্ছে,
বলো কবে ছুঁতে দিবে?
তুমি আবার আমার হবে,
বলো কোন তারিখে কবে?
আমার একলা একা থাকা
একা স্মৃতি ধরে রাখা,
আর পারছিনা এভাবে
তুমি আবার আমার হবে,
বলো কোন তারিখে কবে?
গল্প লিখি যত্ন করে
তোমায় শোনাবো তাই,
আসবে ফিরে পূর্ণ করে
দিবে আমায় পুরোটাই।
আমার চোখের কোণে ক্ষত
তোমায় আবছা দেখি কত,
জল মুছে দিবে কবে
তুমি আবার আমার হবে,
বলো কোন তারিখে কবে?
আমার একলা একা থাকা
একা স্মৃতি ধরে রাখা,
আর পারছিনা এভাবে
তুমি আবার আমার হবে,
বলো কোন তারিখে কবে?
স্মৃতির আগুন পুড়ছে পুড়ুক
আমার ভেতর বাহির,
প্রহর গুনে মনটা আজও
হয়ে থাকে অধীর।
তোমায় ছোঁয়ার ইচ্ছে
আমায় ভীষণ পীড়া দিচ্ছে,
বলো কবে ছুঁতে দিবে?
তুমি আবার আমার হবে,
বলো কোন তারিখে কবে?
আমার একলা একা থাকা
একা স্মৃতি ধরে রাখা,
আর পারছিনা এভাবে
তুমি আবার আমার হবে,
বলো কোন তারিখে কবে?
তোমায় ছোঁয়ার ইচ্ছে লিরিক্স – শেখ সাদি
