Tumi Thako Kotodure Lyrics by Minar Rahman
Tumi Thako Kotodure Song Is Sung by Minar Rahman from Valentine Drama Protidin Bangla Natok. Featuring: Afran Nisho And Mehazabien Chowdhury. Music Composed by Marcell And Tumi Thako Koto Dure Lyrics In Bengali Written by Mehedi Hasan Limon.
Song : Tumi Thako Kotodure
Drama : Protidin
Singer: Minar Rahman
Tune & Music : Marcell
Lyrics : Mehedi Hasan Limon
Script & Direction : Mizanur Rahman Aryan
DOP : Kamrul Islam Shubho
Label : Central Music and Video [CMV]
Tumi Thako Kotodure Song Lyrics In Bengali
তুমি থাকো কতদূরে
তবু তোমার নাম ধরে,
আমার দিন কেটে যায়।
আবার ভোর হয়ে যায়
ফোটে নতুন আলো,
কীভাবে থাকি বলো?
একলা একা, বুকটা ফাঁকা।
তুমি ছাড়া, আমি একা
নেই ভালো,
তুমি ছাড়া, একা কী করে
থাকি বলো।
স্বভাব তোমার বদলে যাবে
এটাই ছিল হওয়ার,
স্মৃতির ব্যথা সইছি একা
দোষ কি আমার একার?
কত আলোর মশাল চারপাশ
আমার আকাশ অন্ধকার,
শত নীরবতা সঙ্গী করে
কাঁদে বুকে হাহাকার।
তুমি ছাড়া, আমি একা
নেই ভালো,
তুমি ছাড়া, একা কী করে
থাকি বলো।
শত নির্ঘুম রাত কেটে যায়
কষ্ট বুকে ধরে,
ভেতরের আর্তনাদ
তুমি বুঝবে বলো, কী করে?
কত আলোর মশাল চারপাশ
আমার আকাশ অন্ধকার,
শত নীরবতা সঙ্গী করে
কাঁদে বুকে হাহাকার..
তারা রা রা রা.. রারা রারা..
তুমি ছাড়া, আমি একা
নেই ভালো,
তুমি ছাড়া, একা কী করে
থাকি বলো।
তুমি থাকো কতদূরে লিরিক্স – মিনার রহমান
- Get free Tourist Guide Tips from Experts