উড়ে যাওয়া পাখির চোখে | Ashes Song Lyrics | Zunayed Evan. - Song, WebSeries & Movies

উড়ে যাওয়া পাখির চোখে | Ashes Song Lyrics | Zunayed Evan.

উড়ে যাওয়া পাখির চোখে
কাজল মুছে গেছে
অভিমানে না খেয়ে ঘুমিয়ে গেছে
তোমরা কী তারে বোঝাবা না।
এত সামান্য বাতাসে ঝড়ে পড়ে গেলে
কী ভাবে দাড়াবে কালবৈশাখে !!
এখনো বাকি আছে বোঝাপড়া জীবনের
পুরনো দিনের খাতায়, বিপর্যস্ত কবিতা
নিভে গেলে দিপ্ত শিখা ,
আচমকা বাতাসে
জ্বালাবে জ্বালাবে আলো,
কথা দিয়েছিলে নিজেকে।
এখনো বাকি আছে,
সমঝোতা মরণে
হারানো দিনের মানুষ ,
বিপন্ন অতীতে
নিভে গেলে দিপ্ত শিখা ,
আচমকা বাতাসে
জ্বালাবে জ্বালাবে আলো,
কথা দিয়েছিলে নিজেকে।
এত সামান্য বাতাসে ঝড়ে পড়ে গেলে
কী ভাবে দাড়াবে;কাল বৈশাখে
উড়ে যাওয়া পাখির চোখে
কাজল মুছে গেছে
অভিমানে না খেয়ে ঘুমিয়ে গেছে
তোমরা কী তারে বোঝাবা না।
এত সামান্য বাতাসে ঝড়ে পড়ে গেলে
কী ভাবে দাড়াবে; কালবৈশাখেগানের লিরিক টা আমি আরো ৩মাস আগেই পেয়েচিলাম 👇

উড়ে যাওয়া পাখির চোখে
কাজল মুছে গেছে
অভিমানে না খেয়ে ঘুমিয়ে গেছে
তোমরা কী তারে বোঝাবা না।
এত সামান্য বাতাসে ঝড়ে পড়ে গেলে
কী ভাবে দাড়াবে কালবৈশাখে !!
এখনো বাকি আছে বোঝাপড়া জীবনের
পুরনো দিনের খাতায়, বিপর্যস্ত কবিতা
নিভে গেলে দিপ্ত শিখা ,
আচমকা বাতাসে
জ্বালাবে জ্বালাবে আলো,
কথা দিয়েছিলে নিজেকে।
এখনো বাকি আছে,
সমঝোতা মরণে
হারানো দিনের মানুষ ,
বিপন্ন অতীতে
নিভে গেলে দিপ্ত শিখা ,
আচমকা বাতাসে
জ্বালাবে জ্বালাবে আলো,
কথা দিয়েছিলে নিজেকে।
এত সামান্য বাতাসে ঝড়ে পড়ে গেলে
কী ভাবে দাড়াবে;কাল বৈশাখে
উড়ে যাওয়া পাখির চোখে
কাজল মুছে গেছে
অভিমানে না খেয়ে ঘুমিয়ে গেছে
তোমরা কী তারে বোঝাবা না।
এত সামান্য বাতাসে ঝড়ে পড়ে গেলে
কী ভাবে দাড়াবে; কালবৈশাখে

4 thoughts on “উড়ে যাওয়া পাখির চোখে | Ashes Song Lyrics | Zunayed Evan.”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top