একদিন মাটির ভিতরে হবে ঘর লিরিক্স-Ekdin Matir Vitore Hobe Ghor

একদিন মাটির ভিতরে হবে ঘর লিরিক্স-Ekdin Matir Vitore Hobe Ghor

একদিন মাটির ভিতরে হবে ঘর লিরিক্স

একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার
কেন বান্ধ দালান ঘররে মন আমার
কেন বান্ধ দালান ঘর

প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরও ছেড়ে
ধরাধামে সবি রবে তুমি যাবে চলে
বন্ধু বান্ধব যত মাতা পিতা দারা সুত
সকলি হবে তোমার পর রে মন আমার
কেন বান্ধ দালান ঘর

দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে
শিরা-উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে
মণ্ডু মেরুদণ্ড সবি হবে খন্ড খন্ড
মণ্ডু মেরুদণ্ড সবি হবে খন্ড খন্ড
পড়ে রবে মাটির ও উপর রে মন আমার
কেন বান্ধ দালান ঘর

রুপেরি গৌরবে সাজিয়াছ সাজ
সোন দানা কতা কি আর রাজকিয় পোশাক
যেদিন প্রাণ চলে যাবে, সবই পড়ে রবে
গায়ে দিবে মার কিনুথন রে মন আমমার
কেন বান্ধ দালান ঘর

রুপেরই গৌরবে সাজিয়াছ সাজ
সোনাদানা কত কি আর রাজকী পোষাক
যেদিন প্রাণ চলে যাবে, সবই পড়ে রবে
গায়ে দেবে মার্কিন থান রে মন আমার
কেন বান্ধ দালান ঘর

অলির কথা শুনে লিরিক্স-Oliro Kotha Shune Bokul Hashe Lyrics.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top