Ami Tomake Harate Chaini Lyrics by Mahtim Shakib
Ami Tomake Harate Chaini Song is Sung by Mahtim Shakib. Music Composed by Linkon And Shohag. Ami Tomake Harate Chaini Kono Kichur Dame Lyrics In Bengali Written by Robiul Islam Jibon.
Song : Ami Tomake Harate Chaini
Vocal & Tune : Mahtim Shakib
Lyrics : Robiul Islam Jibon
Music : Linkon & Shohag
Director : Mir Shariful Karim Sarbon
Label : Cd Choice
Ami Tomake Harate Chaini Song Lyrics In Bengali
আমার দুঃখ আসে
তোমার চলে যাওয়া পথ ধরে,
আমার অশ্রু ভাসে
তোমার মুছে যাওয়া অক্ষরে।
বুকের বাতাসে, মনের দু’পাশে
আজও স্বপ্ন ওড়ে তোমার নামে,
আমি তোমাকে হারাতে চাইনি
কোনো কিছুর দামে,
আমি তোমাকে হারাতে চাইনি
কোনো কিছুর দামে।
বেনামি হাজার ব্যথা
ঘিরে থাকে রোজ,
সুনামি বইছে মনে
নেই তবু তোমার কোনো খোঁজ।
বুকের বাতাসে, মনের দু’পাশে
আজও স্বপ্ন ওড়ে তোমার নামে,
আমি তোমাকে হারাতে চাইনি
কোনো কিছুর দামে,
আমি তোমাকে হারাতে চাইনি
কোনো কিছুর দামে ..