Bondho deyal – Lyrics
Bondho deyal Lyrics |
Vocal, Lyrics & Tune: Tasrif Khan
Composition: Kureghor
বন্ধ দেওয়ালের মাঝে আমার পৃথিবী,
চেনা মুখটা আজ হয়ে গেল ছবি
যে যার মত করে ইচ্ছে মত ঘুরে ফেরে
এই শহরে কেউ কারও নয়।
যে যার মত করে ইচ্ছে মত ঘুরে ফেরে
এই শহরে কেউ কারও নয়।
দূর থেকে দেখা হাসিটাকে সত্যি ভেবোনা,
ভেতর টা যে ঝলছে আছে সেতো সবার অজানা(২)
ও আমার একটা তুমি ছিলে
যে তোমাকে ভেবে ভেবে
অগনিত সময় হতো পার
সাত সমুদ্র তের নদী এক নিমেষে দিতাম পাড়ি
দেখতে যদি বলে একটা বার(২)
কিসের এতো তারা ছিল
স্বপ্নগুলো ভেংগে গেলো
চোখের পানি পুড়ে হলো ছাই,
দূর থেকে দেখা হাসিটাকে সত্যি ভেবোনা,
ভেতর টা যে ঝলছে আছে সেতো সবার অজানা(২)
ওহ ঘড়ির কাটা চলছে আজও
রাত পেরিয়ে ভোর হয়ে যায়,
আমার চোখে ঘুম যে আসে না
সবাই বলে ভুলে যেতে
কি করে ভুলবো তোমায়
তোমায় আজও ভুলতে পারিনা
কিসের এতো তারা ছিল
স্বপ্নগুলো ভেংগে গেলো
চোখের পানি পুড়ে হলো ছাই,
দূর থেকে দেখা হাসিটাকে সত্যি ভেবোনা,
ভেতরটা যে ঝলছে আছে সেতো সবার অজানা(২)
Onnoshomoy (অন্যসময়) || Artcell ( আর্টসেল) || Bangla Band Song Lyrics
আলো আলো আমি কখনো খুঁজে পাবনা || তাহসান || বাংলা গানের লিরিক্স
Prematal (প্রেমাতাল) – Bindu Ami || Tahsan || Bangla Song Lyrics
Bolbona Go Ar Kono Din || Sukumar Roy || Song Lyrics In Bengali.
Oprapti (অপ্রাপ্তি) || Tahsan || Bengali Song Lyrics In Bangla.
Amar Poth Chola (আমার পথ চলা) || Artcell || Bangla Song Lyrics.
nice lyrics