Bondho Deyal Lyrics by Kureghor - Song, WebSeries & Movies

Bondho Deyal Lyrics by Kureghor

Bondho deyal – Lyrics

bondho-deyal-lyrics-kureghor
Bondho deyal Lyrics

Vocal, Lyrics & Tune: Tasrif Khan
Composition: Kureghor

বন্ধ দেওয়ালের মাঝে আমার পৃথিবী,
চেনা মুখটা আজ হয়ে গেল ছবি
যে যার মত করে ইচ্ছে মত ঘুরে ফেরে
এই শহরে কেউ কারও নয়।

যে যার মত করে ইচ্ছে মত ঘুরে ফেরে
এই শহরে কেউ কারও নয়।

দূর থেকে দেখা হাসিটাকে সত্যি ভেবোনা,
ভেতর টা যে ঝলছে আছে সেতো সবার অজানা(২)

ও আমার একটা তুমি ছিলে
যে তোমাকে ভেবে ভেবে
অগনিত সময় হতো পার
সাত সমুদ্র তের নদী এক নিমেষে দিতাম পাড়ি
দেখতে যদি বলে একটা বার(২)

কিসের এতো তারা ছিল
স্বপ্নগুলো ভেংগে গেলো
চোখের পানি পুড়ে হলো ছাই,

দূর থেকে দেখা হাসিটাকে সত্যি ভেবোনা,
ভেতর টা যে ঝলছে আছে সেতো সবার অজানা(২)

ওহ ঘড়ির কাটা চলছে আজও
রাত পেরিয়ে ভোর হয়ে যায়,
আমার চোখে ঘুম যে আসে না
সবাই বলে ভুলে যেতে
কি করে ভুলবো তোমায়
তোমায় আজও ভুলতে পারিনা

কিসের এতো তারা ছিল
স্বপ্নগুলো ভেংগে গেলো
চোখের পানি পুড়ে হলো ছাই,

দূর থেকে দেখা হাসিটাকে সত্যি ভেবোনা,
ভেতরটা যে ঝলছে আছে সেতো সবার অজানা(২)

New Song Lyrics

1 thought on “Bondho Deyal Lyrics by Kureghor”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top