Holud Bus Lyrics | Highway

0 Comments 6:36 am


হলুদ বাস

তুই বললে সবকিছু রেখে গান শোনাতে পারি
তুই বললে স্পর্শ না করে কাছে আসতে পারি
তোর জন্যে… হেটে যাবো আজ চাকা রিক্সায় চড়বো না আড়ি..
তুই বললে বাসে ওঠা সিট ফেলে আমি, তোর পাশে বসতে পারি।

হলুদ বাসে কতগুলো বিকেল তোর পাশে বসে হারিয়ে যাওয়া
শুধু আমাদের বন্ধুত্বটা নিয়ে একটি গানও.. আজও লেখা হলো না… লেখা হলো… না।

তুই বললে হয়ে যাবো আমি শান্ত নিরব পাথরের মতো।
তোর জন্যে দুরন্ত আমি সত্যি হবে তোর ইচ্ছে যতো।
জানিস কি তোর চোখের একটু মায়ায়, ইচ্ছে জাগায় বাচতে আবার।
তোর মুখের ওই হাসি দেখবো বলে ভাঙবো যত স্বপ্ন আমার।

নাইবা ভেবে দেখলি কে আমি তোর, অনুভূতি গুলো ভাঙতে মানা।
শুধু আমাদের বন্ধুত্বটা নিয়ে একটি গানও… আজও লেখা হলো না…. লেখা হলো… না।

তুই বললে সবকিছু ঠিক, সব ভুলে আমি ফিরবো ঘরে
তুই থাকলে থাকতে রাজি আমি,
না থাকলে ফেলে যাবো সবকিছু ছেড়ে।
তুই নিয়ম সেই দুঃসময়ের রায় শুরু থেকে শেষ তুই তো ছিলি।
ছিল কত অভ্যেস অগোছালো সব।
কোত্থেকে সব বদলে দিলি।

হলুদ বাসে কতগুলো বিকেল তোর পাশে বসে হারিয়ে যাওয়া
শুধু আমাদের বন্ধুত্বটা নিয়ে একটি গানও.. আজও লেখা হলো না… লেখা হলো… না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Dhoro Jodi Hothat Sondhye Lyrics | ধরো যদি হঠাৎ সন্ধ্যে লিরিক্স | BaunduleDhoro Jodi Hothat Sondhye Lyrics | ধরো যদি হঠাৎ সন্ধ্যে লিরিক্স | Baundule

3 Comments ">3:49 pm


Dhoro Jodi Hothat Sondhye (ধরো যদি হঠাৎ সন্ধ্যে) by Baundule  This is a soothing Bengali Song, written by Partha Ghosh, composed and sung by Spandan Bhattacharya. Song Details: Song: Dhoro