Jodi Thakte Tumi Lyrics by Hasan S Iqbal
Jodi Thakte Tumi Song Is Sung by Hasan S Iqbal. Music Composed by Soundhacker And Song Lyrics In Bengali Written by Hasan S. Iqbal.
Song : Jodi Thakte Tumi
Vocal, Lyrics & Tune : Hasan S. Iqbal
Music: Soundhacker
Cinematography : Rayhan Khan
Edit : Rayhan Khan
Mix & Master : Sharif Sumon Ghuddy
Jodi Thakte Tumi Song Lyrics In Bengali
যদি থাকতে তুমি
বাঁচতে আমার লাগতো না কঠিন,
যদি থাকতে তুমি।
যদি থাকতে তুমি
কাটতো আমার দিনগুলো রঙ্গিন,
যদি থাকতে তুমি।
যদি থাকতে তুমি
সামনে তোমার এনে দিতাম সব
যা যা চাইতে তুমি,
তুমি বলার আগে বুঝতাম আমি
যখন মন খারাপ করে থাকতে তুমি।
এমন হবে কোনো দিন
আমি আগে ভাবিনি,
এমন হবে কোন দিন
আমি আগে ভাবিনি,
যে আমায় ছাড়া বাঁচতো না আজ
সে কেন বিলীন ?
যদি থাকতে তুমি
বাঁচতে আমার লাগতো না কঠিন,
যদি থাকতে তুমি।
যদি থাকতে তুমি
কাটতো আমার দিনগুলো রঙ্গিন,
যদি থাকতে তুমি।।
আমার চোখে ভাসে শুধু তোমার ঐ মুখ
কানে বাজে তোমার গলার স্বর।
আমার চোখে ভাসে শুধু তোমার ঐ মুখ
কানে বাজে তোমার গলার স্বর,
তোমায় মনে পড়লে করি শুধু পাগলামি
উঠে এই মাতাল মনে ঝড়।
এমন হবে কোনো দিন
আমি আগে ভাবিনি,
এমন হবে কোন দিন
আমি আগে ভাবিনি,
যে আমায় ছাড়া বাঁচতো না আজ
সে কেন বিলীন ?
যদি থাকতে তুমি
বাঁচতে আমার লাগতো না কঠিন,
যদি থাকতে তুমি।
যদি থাকতে তুমি
কাটতো আমার দিনগুলো রঙিন,
যদি থাকতে তুমি।।
মাঝে মাঝে ভাবি
সব দোষ যে আমারি,
আমায় ভুলে যাওয়াটাই সহজ।
মাঝে মাঝে ভাবি
সব দোষ যে আমারি,
আমায় ভুলে যাওয়াটাই সহজ।
তুমি কবে আসবে
ভালোবাসবে আমাকে,
এখনো এই আশায় থাকি রোজ।
এমন হবে কোনো দিন
আমি আগে ভাবিনি,
এমন হবে কোন দিন
আমি আগে ভাবিনি,
যে আমায় ছাড়া বাঁচতো না আজ
সে কেন বিলীন ?
যদি থাকতে তুমি
বাঁচতে আমার লাগতো না কঠিন,
যদি থাকতে তুমি।
যদি থাকতে তুমি
কাটতো আমার দিনগুলো রঙ্গিন,
যদি থাকতে তুমি।।
যদি থাকতে তুমি লিরিক্স – হাসান এস ইকবাল
