Bangla Songs Lyrics,Shironamhin Lyrics Onek Asha Nea Lyrics – Shironamhin

Onek Asha Nea Lyrics – Shironamhin



Onek Asha Nea Lyrics by Shironamhin

Song Details:

Song:
Band: Shironamhin
Lyrics & Tune: Ziaur Rahman Zia
Singer: Tuhin
Album: Icche Ghuri
Released: 2004

Onek Asha Nea in Bangla

অনেক সবুজের প্রান্তে তুমি থাকো একাকী
আমি ধূসর, ধূসর হয়ে জেগে থাকি।
অনেক মানুষের ভীড়েও তুমি থাকো একাকী
আমি অনেক আশা নিয়ে বসে থাকি।
হেরে যেতে যেতে যদি থমকে,
এক নিঃশ্বাসে সব পেরিয়ে
রোদ ঝলমলে এক দুপুরে,
যদি ঘুম সব ঘুম ভেঙে যায়
আমি অনেক আশা নিয়ে জেগে থাকি।
দরজার বাইরে রঙীন পৃথিবী,
ধূলো ধূলোমাখা দাঁড়িয়ে আছে
ঝড়ের আশায় তোমার শহরে,
শিরোনামহীন ফুটপাত ঘুমিয়ে গেছে।
একদিন এই ঝড়, তোমার এই শহরে,
ভেজায় যায় সব জানালা তবু আমি বসে আছি।
অনেক মানুষের ভীড়েও তুমি থাকো একাকী।
আমি অনেক আশা নিয়ে জেগে থাকি।

অনেক আশা নিয়ে লিরিক্স – শিরোনামহীন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post