Shei Chena Raasta Lyrics by Arko :
Shei Chena Raasta Song Is Sung by Arko. Starring: Anindya Chatterjee And Antasheela Ghosh. Music Produced Mix And Master by Aditya Dev. Sei Chena Rasta Lyrics In Bengali Written by Arko Pravo Mukherjee.
Song : Shei Chena Raasta
Vocal, Music & Lyrics : Arko Pravo Mukherjee
Director : Dibya Chatterjee
AD : Sohini Mukherjee
Dop & Editor : Abhimanyu Sengupta
Production House : Handykraft Pictures
Music on : Zee Music Company
Shei Chena Raasta Song Lyrics In Bengali
তোর শহরে ঘুমের ঘোরে
স্বপ্ন দেখা দায়,
মনটা রাস্তা নেয় বানিয়ে
নিবিড় কুয়াশায়।
ছুটবে হাসি, ফুটবে কথা
নতুন ঠোঁটের গায়,
রূপকথার ওই exaggeration
সত্যি হয়ে যাবে প্রায়।
হয়ে থতমত, ইচ্ছে কত শত
সাহস করে সঞ্চয়,
যেন ডানা মেলে উড়ে যাবে সব ফেলে
সত্যি এমনকি হয়?
সেই চেনা রাস্তা ওও..
হারিয়ে যাওয়া দায়,
সেই চেনা রাস্তা ওও ..
হারিয়ে যাওয়া দায়,
সেই চেনা রাস্তা ওও..
নিজেকে, নিজেকে, নিজেকে খুঁজে পাওয়া যায়।
দিনের শেষে, এক নিমেষে
দেখতে চাওয়ার টান,
সঙ্গে হাঁটা, সঙ্গে থামা
সঙ্গে থাকার গান।
হয়তো দূরে, তোর দুপুরে
স্মৃতির কৌতুহল,
ইচ্ছে নদী, ঝড় এসেছে
নৌকো ভরা জল।
কাজ বেড়ে চলে
আর লোক দলে বলে
আমাকে আবছা বানায়।
তোমার আঁখি দুটি,
আমার প্রিয় ছুটি;
আর যে পালাবো কোথায়?
সেই চেনা রাস্তা ওও..
হারিয়ে যাওয়া দায়,
সেই চেনা রাস্তা ওও ..
হারিয়ে যাওয়া দায়,
সেই চেনা রাস্তা ওও..
নিজেকে, নিজেকে, নিজেকে খুঁজে পাওয়া যায়।
সেই চেনা রাস্তা লিরিক্স – অর্ক প্রভো মুখার্জী
- Get free Name-meaning info from Experts