Tumi Amar Jibon Lyrics from Bir
Tumi Amar Jibon Song Is Sung by Imran Mahmudul And Konal from Bir Bangla Movie. Starring: Shakib Khan And Shabnom Bubly. Music Composed by Akassh And Song Lyrics In Bengali Written by Kabir Bakul.
Song : Tumi Amar Jibon
Movie : Bir
Singer : Imran & Konal
Music : Akassh
Lyrics : Kabir Bakul
Choreography : Habib Rahman
Directed by : Kazi Hayat
Editor : S.m. Tushar
Produced by : Sunan Films & SK Films
Tumi Amar Jibon Song Lyrics In Bengali
ভালোবাসার মানুষ তুমি
এমনই একজন,
মিশে গেছে জারি সাথে
আমার হৃদয় মন।
অন্তর আমার তাই বারেবার
বলছে সারাক্ষন..
তুমি আমার জীবন,
আমি তোমার জীবন ..
চাইলেও তোমাকে পারবোনা সরাতে
তুমি-হীন আমি অপূর্ণ,
ভালোবাসা হয়ে যদি জীবনে না জড়াতে
এ হৃদয় হতো প্রেম শূন্য।
অন্তর আমার তাই বারেবার
বলছে সারাক্ষন ..
তুমি আমার জীবন,
আমি তোমার জীবন..
তোমাকেই জেনেছি আমার এ পৃথিবী
তুমি সুখ তুমি আনন্দ,
কাছে থেকে দূরে গেলে মিথ্যে হবে সবই
নিঃশ্বাস হয়ে যাবে বন্ধ।
অন্তর আমার তাই বারেবার
বলছে সারাক্ষন …
তুমি আমার জীবন,
আমি তোমার জীবন। ..